১৪৪ ধারা জারি লাটাগুড়িতে, কারন শুনলে চমকে যাবেন। লাটাগুড়িতে লোকালয়ে এদিন সকালেই হানা দিয়েছে ১৪টি হাতির একটি দল। হাতি লোকালয়ে চলে আসায় ত্রস্ত-ব্যস্ত হয়ে পড়ে সাধারণ মানুষ, গৃহস্থ, পথচারীরা। এলাকায় সবার হাতি দেখার এবং হাতি আনাগোণার অভিজ্ঞতা থাকলেও এভাবে বাজার ও লোকালয় এলাকায় হাতি ঢুকে পড়ার ঘটনা একদম বিরল।
বৃহস্পতিবার সাত সকালেই শাবক সহ একটি হাতির দল জলপাইগুড়ি জেলার লাটাগুড়ি বাজার সংলগ্ন এলাকায় চলে আসে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মানুষজনের যাতে ক্ষতি না হয়, এবং হাতির তাণ্ডবে কোনও সমস্য়ায় পড়তে না হয়, তার জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রশাসনের তরফ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে লাটাগুড়ি সংলগ্ন এলাকায়। যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ ও বনদপ্তর থেকে আগাম সর্তকতা নেওয়া হয়েছে।
সেই সঙ্গে জারি করা হয়েছে এলাকায় ১৪৪ ধারা। হাতির দলটিকে জঙ্গলে ফেরানোর জন্য বনদপ্তর থেকে চেষ্টা চালানো হচ্ছে। বন্যপ্রাণীর হানাদারিতে আবারও জনজীবন থমকে দাঁড়ালো ডুয়ার্সের বুকে। দিন দুই আগেই ভাল্লুকের হাতে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে ডুয়ার্সের মেটেলি এলাকায়। বৃহস্পতিবার ফের হামলার আশঙ্কা জাগল ডুয়ার্সেরই লাটাগুড়ি বাজার এলাকায়।
আর ও পড়ুন এক ধাক্কায় অনেকটাই কমতে চলেছে পেট্রল-ডিজেলের দাম
জলপাইগুড়ি জেলার পূর্ব প্রান্তের এই লোকালয়ে এদিন সকালেই হানা দিয়েছে ১৪টি হাতির একটি দল। গরুমারা অভয়ারণ্যের প্রবেশদ্বার হিসাবে চিহ্নিত লাটাগুড়িতে এদিন সকালেই হানা দেয় ওই হাতির দল। তার জেরে লাটাগুড়ি বাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই অবস্থায় জনতার সঙ্গে হাতির দলের যাতে কোনও রকমের সংঘর্ষের ঘটনা না ঘটে তার জন্য জেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে লাটাগুড়ি এলাকায় ১৪৪ ধারা জারি করে দিল।
উল্লেখ্য, ১৪৪ ধারা জারি লাটাগুড়িতে, কারন শুনলে চমকে যাবেন। লাটাগুড়িতে লোকালয়ে এদিন সকালেই হানা দিয়েছে ১৪টি হাতির একটি দল। হাতি লোকালয়ে চলে আসায় ত্রস্ত-ব্যস্ত হয়ে পড়ে সাধারণ মানুষ, গৃহস্থ, পথচারীরা। এলাকায় সবার হাতি দেখার এবং হাতি আনাগোণার অভিজ্ঞতা থাকলেও এভাবে বাজার ও লোকালয় এলাকায় হাতি ঢুকে পড়ার ঘটনা একদম বিরল। বৃহস্পতিবার সাত সকালেই শাবক সহ একটি হাতির দল লাটাগুড়ি বাজার সংলগ্ন এলাকায় চলে আসে।
ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মানুষজনের যাতে ক্ষতি না হয়, এবং হাতির তাণ্ডবে কোনও সমস্য়ায় পড়তে না হয়, তার জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রশাসনের তরফ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে লাটাগুড়ি সংলগ্ন এলাকায়। যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ ও বনদপ্তর থেকে আগাম সর্তকতা নেওয়া হয়েছে।