Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
Kashmir Ladakh is home to the world's tallest cinema hall

লাদাখেই ( Ladakh ) তৈরি হল বিশ্বের সবচেয়ে উঁচু সিনেমা হল

লাদাখেই ( Ladakh ) তৈরি হল বিশ্বের সবচেয়ে উঁচু সিনেমা হল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Ladakh
লাদাখেই  ( Ladakh ) তৈরি হল বিশ্বের সবচেয়ে উঁচু সিনেমা হল
ছবি সংগ্রহে সাইন টিভি

 

তুমুল ঠান্ডার মধ্যে পাহাড়ের চূড়ায় কোনও গরম ঘরে বসে সিনেমা দেখত চান? তাহলে এবার থেকে আপনার সেই ইচ্ছা পূরণ হতে চলেছে।  কারণ লাদাখেই ( Ladakh ) তৈরি হল বিশ্বের সবচেয়ে উঁচু সিনেমা হল।

 

জানা গিয়েছে,  লাদাখের ( Ladakh ) ১১ হাজার ৫৬২ ফুট উচ্চতায় উদ্বোধন করা হল এই মোবাইল ডিজিটাল সিনেমা হল। লাদাখের ( Ladakh ) লেহর পলডন এলাকায় সবচেয়ে বিপদসঙ্কুল জায়গায় তৈরি করা হয়েছে এটি। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সিনেমা জগতের সকল কলাকুশলীরা।

 

আর ও পড়ুন    কলকাতায় ( Kolkata ) ধেয়ে আসছে ভারী বৃষ্টি

 

সিনেমা হল উদ্বোধন করেই লাদাখের চাংপা নোমাডস ঘিরে তৈরি একটি শর্ট ফিল্ম ‘সেকুল’ দেখানো হয়েছে সকালে। তারপর ভারতীয় সেনাদের সিনেমা দেখার জন্য বিকেলে বিশেষ ব্যবস্থা করা হয় সেখানে। তখন দেখানো হয়েছে অক্ষয় কুমার অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘বেল বটম’।

 

পাহাড়ের চূড়ায় তৈরি এই সিনেমা হল উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। উপস্থিত ছিলেন লাদাখ বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট থুপস্টান চেওয়াংও। এই সিনেমা হল খোলার মূল উদ্যোক্তা সুশীল জানান, লাদাখের লেহ-তে এই ধরনের আরও চারটি থিয়েটার হল খোলা হবে ভবিষ্যতে।

 

ভারতের পাহাড়ি এলাকার একেবারে প্রত্যন্ত অঞ্চলে সিনেমাকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সিনেমা হলের মধ্যে এমন ব্যবস্থা করা হয়েছে, যাতে -২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও হলে বসে সিনেমা দেখা যাবে। টিকিটের মূল্য অন্যান্য  শহরাঞ্চলের মতোই রাখা হয়েছে। এছাড়াও আধুনিক সিনেমা হলের সকল ব্যবস্থা করা হয়েছে এর অভ্যন্তরে। এই সিনেমা হল ঘিরে সিনেমা প্রেমীদের আগ্রহ বাড়ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top