লাদাখ কান্ডে সল্টলেকে চীন দূতাবাসের সামনে ভারতীয় জাতীয়তাবাদী মজদুর টেড ইউনিয়ন বিক্ষোভ

লাদাখ কান্ডে সল্টলেকে চীন দূতাবাসের সামনে ভারতীয় জাতীয়তাবাদী মজদুর টেড ইউনিয়ন বিক্ষোভ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,সল্টলেক,২৫ নভেম্বর,২০২০: চীনের তিব্বতে বেআইনি ভাবে দখলদারি এবং লাদাখে অবৈধ ভাবে অনুপ্রবেশ করার প্রতিবাদে ইন্দো তিব্বত কোর গ্রুপ অফিস, জাতীয়তাবাদী যুব পরিষদ, ভারতীয় জাতীয়তাবাদী মজদুর টেড ইউনিয়ন এবং জনসমন্নয় কলকাতা সংগঠনের পক্ষ থেকে সল্টলেক ই সি পার্ক থেকে মিছিল করে চীন দূতাবাসের অফিসের সামনে আসে। বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে প্রতিবাদ জানায় সেখানে। এরপর স্বারকলিপি জমা দেয় চীনা দূতাবাসের অফিসে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top