লাভপুর থানার উদ্দ্যোগে পালিত পথ নিরপত্তা সপ্তাহ। বুধবার বীরভূমের লাভপুর থানার উদ্যোগে পালিত হল ‘সেভ ড্রাইভ, সেভ লাইফ’ অনুষ্ঠান। এদিন লাভপুর থানার পুলিশ কর্মীদের উদ্দ্যোগে একটি ট্যাবলো বের করে, সেখানে রাজ্য সরকারের তরফে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করার জন্য সাধারণ মানুষকে আবেদন করা হয়।
পাশাপাশি লাভপুর থানার পুলিশ কর্মীরা পথ চলতি সাধারণ মানুষের উদ্দেশ্যে রাস্তায় নিরাপত্তা মেনে কিভাবে মোটরবাইক চালাতে হবে, বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বেরোলে অবশ্যই চালক এবং তার সঙ্গে থাকা আরোহীরা যেন হেলমেট পড়ে, ঝুঁকি নিয়ে কখনোই বড় ট্রাককে ওভারটেক না করতে যায়, উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা কোন বাস ট্রাক দেখলে সম্পূর্ণরূপে এড়িয়ে চলা সহ একাধিক পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি এদিন সমস্ত মোটর বাইক, ট্রাক, বাস সহ অন্যান্য যন্ত্রচালিত বাহনের গায়ে রিফলেকটার যুক্ত ‘সেভ ড্রাইভ, সেভ লাইফ’ এর স্টিকার লাগিয়ে দেয় লাভপুর থানার পুলিশ কর্মীরা।
অপরদিকে এদিন লাভপুর থানার ও.সি. পার্থ সারথি মুখোপাধ্যায় পথ চলতি মোটরবাইক আরোহীদের উদ্দেশ্যে বলেন, আপনার জীবন গুরুত্বপূর্ণ আপনার পরিবারের কাছে, যেমন সুস্থ ভাবে বাড়ি থেকে বেরিয়ে নিজের কর্মস্থলে যাচ্ছেন, ঠিক সেই ভাবেই সুস্থ হয়ে কর্মস্থল থেকে দিনের শেষে নিজের পরিবারের কাছে ফিরে যান। আপনার জীবনের ট্রাফিক আইন মেনে চলার সিদ্ধান্ত আপনার ভবিষ্যতকে সুরক্ষিত করবে বলে সচেতনতার বার্তা দেন লাভপুর থানার ও.সি. পার্থসারথি মুখোপাধ্যায়।
উল্লেখ্য, বুধবার বীরভূমের লাভপুর থানার উদ্যোগে পালিত হল ‘সেভ ড্রাইভ, সেভ লাইফ’ অনুষ্ঠান। এদিন লাভপুর থানার পুলিশ কর্মীদের উদ্দ্যোগে একটি ট্যাবলো বের করে, সেখানে রাজ্য সরকারের তরফে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করার জন্য সাধারণ মানুষকে আবেদন করা হয়। পাশাপাশি লাভপুর থানার পুলিশ কর্মীরা পথ চলতি সাধারণ মানুষের উদ্দেশ্যে রাস্তায় নিরাপত্তা মেনে কিভাবে মোটরবাইক চালাতে হবে, বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বেরোলে অবশ্যই চালক এবং তার সঙ্গে থাকা আরোহীরা যেন হেলমেট পড়ে, ঝুঁকি নিয়ে কখনোই বড় ট্রাককে ওভারটেক না করতে যায়, উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা কোন বাস ট্রাক দেখলে সম্পূর্ণরূপে এড়িয়ে চলা সহ একাধিক পরামর্শ দেওয়া হয়। নিরপত্তা সপ্তাহ