বীরভূম, ৪ ঠা জুলাই : লাভপুর থানার ওসির বদলি চেয়ে আজ তৃণমূল কর্মীরা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। তৃণমূল কর্মীদের দাবি, আজ ভোররাতে বিস্ফোরণ হওয়া স্থলে বোম রেখেছিল বিজেপি কর্মীরা। আর এই দাবির সাথে সাথে তারা লাভপুর থানার ওসির বদলির দাবিও রাখে।
প্রসঙ্গত, আজ ভোররাতে তিনটে নাগাদ তীব্র বিস্ফোরণ ঘটে মিরবাঁধ গ্রামের একটি পরিত্যাক্ত হাসপাতাল কোয়ার্টারে। বিস্ফোরণে ভেঙে গিয়েছে পুরো পাকা বাড়িটি। ওই বাড়িতে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুদ ছিল বলেই মনে করছে স্থানীয় বাসিন্দারা। যেখানে বিস্ফোরণ হয়েছে, সেই জায়গাটি লাভপুরের বর্তমান গ্রামীণ হাসপাতালের থেকে একটু দূরেই। বিস্ফোরণে ভেঙে পড়া বাড়িটি আগে ছিল হাসপাতালের কোয়ার্টার। আর এই পরিত্যক্ত বাড়ির সুযোগকে কেউবা কারা এত পরিমাণ বিস্ফোরক মজুত রেখেছিলেন বলে স্থানীয়দের মত।
মীরবাঁধ এবং পার্শ্ববর্তী দরবারপুর গ্রামে গত চার বছর আগে ব্যাপক বোমাবাজিতে প্রাণ হারিয়েছিলেন ৯ জন ব্যক্তি। সে সময় বালিঘাটকে কেন্দ্র করে হয়েছিল সংঘর্ষ। তারপর থেকে এলাকায় ব্যাপক পুলিশি নজরদাড়ি রাখা হয়। এমনকি বিস্ফোরণস্থলের সামান্য দূরেই রয়েছে পুলিশ ক্যাম্প। তারপরেও আজকের এই বিস্ফোরণ!
আর এসব ঘটনার পরই এলাকায় তৃণমূল কর্মীরা রাস্তায় আগুন জ্বেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের অভিযোগ ওই পরিত্যক্ত বাড়িতে বিজেপি কর্মীরা রেখেছিল। তারপরেই এমন বিস্ফোরণ। তাদের আরও দাবি, ঘটনার সাথে যুক্ত বিজেপি কর্মীদের শনাক্ত করে গ্রেফতার করতে হবে এবং লাভপুর থানার ওসি বদলি করতে হবে।
বেশ কিছুক্ষণ পথ চলার পর লাভপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। উঠে যায় তৃণমূল কর্মীদের পথ অবরোধ ও বিক্ষোভ।