লাভার শ্যুটিং ফ্লোরে ‘মিমি পিপি’র কোলে কৃষভি, ভাইরাল আদরের মুহূর্ত

লাভার শ্যুটিং ফ্লোরে ‘মিমি পিপি’র কোলে কৃষভি, ভাইরাল আদরের মুহূর্ত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – উত্তরবঙ্গের লাভা পাহাড়ে যখন চলছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর শ্যুটিং, তখনই দেখা গেল এক অন্য রকম দৃশ্য। অভিনেতা কাঞ্চন মল্লিক ও তাঁর স্ত্রী শ্রীময়ী চট্টোপাধ্যায়ের কন্যা কৃষভির সঙ্গে খোশমেজাজে সময় কাটাচ্ছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। ‘মিমি পিপি’র কোলে একরত্তি কৃষভির সেই খুশির মুহূর্ত ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

কয়েক দিন আগেই ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর শ্যুটিংয়ের জন্য লাভাতে গিয়েছিলেন মিমি, কাঞ্চন, বনি সেনগুপ্ত, সোহম মজুমদার সহ গোটা টিম। সঙ্গে ছিলেন কাঞ্চন ও শ্রীময়ীর কন্যা কৃষভিও। শ্রীময়ী আগেই জানিয়েছিলেন, লাভায় গিয়ে মিমির সঙ্গেই একরকম জুড়ে গিয়েছিল কৃষভি। কোলে নিয়েই তাকে শান্ত করা যাচ্ছিল, মিমির গালেও চুমু খেতে দেখা যায় একরত্তিকে।

সম্প্রতি সেই মুহূর্তের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন শ্রীময়ী। সেখানে দেখা যাচ্ছে, মিমির কোলে বসে আনন্দে হাসছে কৃষভি। ক্যাপশনে শ্রীময়ী লিখেছেন,
“দেখো, আমি মিমি পিপির কোলে উঠে কত আনন্দ পেয়েছি।”

একটি সেলফিতেও দেখা গেছে, শ্রীময়ী, মিমি ও কৃষভির একসঙ্গে সময় কাটানোর মুহূর্ত। শ্রীময়ীর কথায়,
“মিমিকে এতটাই ভালো লেগেছে কৃষভির, মনে হচ্ছিল যদি ছেলে হতো, নিশ্চয়ই প্রেমে পড়ে যেত।”

গত নভেম্বর মাসে জন্ম কৃষভির। জন্মের পর থেকে তারকা দম্পতি তাঁকে আড়ালেই রেখেছিলেন। তবে অক্ষয় তৃতীয়ার দিন ইসকনে মুখে ভাত দিয়ে প্রথমবার মেয়েকে প্রকাশ্যে আনেন কাঞ্চন ও শ্রীময়ী।

উল্লেখ্য, উইন্ডোজ প্রযোজিত ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ মুক্তি পেতে চলেছে আসন্ন শীতে। এই ভৌতিক ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন মিমি চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, বনি সেনগুপ্ত এবং সোহম মজুমদার। উত্তরবঙ্গের মনোরম প্রাকৃতিক পরিবেশে চলছে ছবির শ্যুটিং, যেখানে একদিকে ক্যামেরার ফ্রেমে বন্দি হচ্ছে রহস্য, অন্যদিকে তৈরি হচ্ছে মিষ্টি বন্ধুত্বের গল্প।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top