নিজস্ব সংবাদদাতা,লালগোলা,২৬শে জুলাই :মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ গোপন সূত্রে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ তিনজন কে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার গভীর রাত্রে লালগোলা থানার বাহাদুরপুর এলাকা থেকে লালগোলা থানার পুলিশ এগারোটা অগ্নেয়াস্ত্র ও ৩২ রাউন্ড গুলি সহ তিন জনকে গ্রফতার করে লালগোলা থানার পুলিশ। অভিযুক্তর নাম নাজিম শেখ, আজিবুর রহেমান, আনযার শেখ সকলের বাড়ি লালগলার নলডহরি এলাকায়।
পুলিশ জানিয়েছে ধৃতের নাম নাজিম সেখ, আজিবুর রহমান ও আনোয়ার সেখ ।
ধৃতের কাছ থেকে দুটি নাইন এম এম পিস্তল, একটি ৭.৬৫এম এম পিস্তল, তিনটি রিভলভার, তিনটি বারো পাইপগান, দুটি পয়েন্ট ৩০৩পাইপ গান, তিনটি বোরো অ্যামোনিয়াম, চারটি পয়েন্ট ৩০৩এম এম অ্যামোনিয়াম, ষলোটি নাইন এম এম অ্যামোনিয়াম, নটি সেভেন পয়েন্ট সিক্স এম এম অ্যামোনিয়াম। ধৃত তিনজনকে শুক্রবার লালবাগ মহকুমা আদালতে তোলা হয় এবং পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হয় বলে পুলিশ জানিয়েছে ।