লালগোলার তারানগরে ফের ভয়াবহ পদ্মা ভাঙন, রাতারাতি বিলীন ১৩টি বাড়ি

লালগোলার তারানগরে ফের ভয়াবহ পদ্মা ভাঙন, রাতারাতি বিলীন ১৩টি বাড়ি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



মুর্শিদাবাদ – মুর্শিদাবাদের লালগোলায় ফের ভয়াবহ আঘাত হানল পদ্মা নদীর ভাঙন। গতকাল গভীর রাতে তারানগর এলাকায় মুহূর্তের মধ্যেই নদী গর্ভে তলিয়ে গেল অন্তত ১৩টি বাড়ি।

হঠাৎ এই বিপর্যয়ে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। রাতের অন্ধকারে প্রাণ বাঁচাতে তড়িঘড়ি করে বাড়ি থেকে বেরিয়ে আসেন অনেকেই।

কেউ আসবাবপত্র, কেউবা দরজা-জানালা খুলে নেওয়ার চেষ্টা করেন। তবে সময়ের অভাবে বেশিরভাগ সম্পত্তিই নদীর গর্ভে হারিয়ে যায়।

এমন অবস্থায় অনেকে প্রাণভয়ে গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। গ্রামজুড়ে আতঙ্কের আবহ তৈরি হয়েছে।

সারারাত নদীর পাড়ে আতঙ্কে বিনিদ্র সময় কাটিয়েছেন এলাকার মানুষজন। যেকোনো মুহূর্তে ভাঙন আরও বাড়বে এই আশঙ্কায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লালগোলা থানার পুলিশ। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তাঁরা।

উল্লেখ্য, লালগোলার তারানগর এলাকায় পদ্মা ভাঙন নতুন নয়। কয়েক বছর ধরেই ধীরে ধীরে গিলে খাচ্ছে নদী।

তবে এ বছর ভাঙনের প্রকোপ ভয়াবহ রূপ নিয়েছে। নদীর পাড় ভাঙতে ভাঙতে ইতিমধ্যেই বিঘের পর বিঘে উর্বর জমি তলিয়ে গেছে।

এছাড়াও গাছপালা, রাস্তা এবং বহু বাড়িঘর বিলীন হয়ে যাওয়ায় কার্যত দিশেহারা হয়ে পড়েছেন মানুষজন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top