লালবাজারে জিতু কমল! পুলিশ কমিশনারের হাত ধরে প্রকাশিত ‘অরণ্য’র গোয়েন্দা কাহিনি

লালবাজারে জিতু কমল! পুলিশ কমিশনারের হাত ধরে প্রকাশিত ‘অরণ্য’র গোয়েন্দা কাহিনি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – হঠাৎ করেই লালবাজারে অভিনেতা জিতু কমল। বিষয়টি নিয়ে অনেকের মধ্যেই কৌতূহল তৈরি হলেও আসলে এর পেছনে রয়েছে এক গর্বের মুহূর্ত। অভিনেতার জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘অরণ্য চট্টোপাধ্যায়’-এর এক বছর পূর্তি উপলক্ষে পুলিশ কমিশনারের হাতে তুলে দেওয়া হল সেই ছবির গল্প অবলম্বনে প্রকাশিত গোয়েন্দা কাহিনির বই।

শুক্রবার সকালে জিতু পৌঁছান কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে। সেখানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা এবং ডিসিপি অলোক সান্যাল। তাঁদের উপস্থিতিতেই বইটির আনুষ্ঠানিক প্রকাশ হয়।

‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ নামের চলচ্চিত্রে জিতু যে রহস্যভেদী চরিত্রে অভিনয় করেছিলেন, তা দর্শকদের যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিল। সেই সিনেমার গল্পকে এবার এক প্রকাশনী সংস্থা বইয়ের আকারে প্রকাশ করেছে। সেই উপলক্ষেই অভিনেতার এই বিশেষ উপস্থিতি লালবাজারে।

বই প্রকাশের পরে লালবাজার চত্বর ঘুরে দেখেন জিতু কমল। জানা গেছে, এই ছবির একটি সিক্যুয়েল তৈরির পরিকল্পনাও রয়েছে, যার চিত্রনাট্য লেখার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।

বর্তমানে জিতু অভিনয় করছেন ‘গৃহপ্রবেশ’ ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিপরীতে, যা দর্শকদের মধ্যে ইতিমধ্যেই সাড়া ফেলেছে। পাশাপাশি ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ ‘আর্য সিংহ রায়’ চরিত্রেও প্রশংসা কুড়িয়েছেন তিনি।

ছোটপর্দা দিয়ে কেরিয়ার শুরু করলেও, আজ জিতু কমল বড়পর্দা ও ধারাবাহিক দুই মাধ্যমেই সমান জনপ্রিয়। ব্যাক্তিগত জীবনে এখন একাই রয়েছেন তিনি এবং সম্পূর্ণ মন দিয়েছেন তাঁর অভিনয় যাত্রায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top