বিনোদন – টলিপাড়ার অন্যতম জনপ্রিয় মুখ ঋতাভরী চক্রবর্তী আবারও সোশ্যাল মিডিয়ায় শিরোনামে। ‘বং ক্রাশ’ হিসাবে পরিচিত এই অভিনেত্রীর বোল্ড ও লাস্যময়ী ভঙ্গিমা সবসময়ই ভক্তদের নজর কেড়ে নেয়। সম্প্রতি লাল রঙের সুইম স্যুটে পুলে জলকেলিতে মত্ত ঋতাভরীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। তবে তিনি একা নন, সঙ্গ দিয়েছেন তাঁর দিদি চিত্রাঙ্গদা। দুই বোনের এই মজার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।
ঋতাভরী তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে, কোনও হোটেল বা রিসর্টের প্রাইভেট পুলে দুই বোনের জলকেলি। ঋতাভরী ও চিত্রাঙ্গদা দুজনেই লাল রঙের সুইম স্যুটে ধরা দিয়েছেন। ছবির জন্য ব্যস্ত ঋতাভরীর পাশে সাঁতার কাটতে মগ্ন দিদি চিত্রাঙ্গদা। ভিডিওটি নেটদুনিয়ায় ঝড় তুললেও ট্রোলারদের উদ্দেশ্যে ঋতাভরী ক্যাপশনে স্পষ্ট বার্তা দিয়েছেন— “তুমি কী বললে তাতে আমার কিছু যায় আসে না, কারণ এটা আমার জীবন।”
ঋতাভরী ও চিত্রাঙ্গদা দুজনেই অভিনয় পেশার সঙ্গে যুক্ত হলেও চিত্রাঙ্গদা বড় পর্দায় তেমন সক্রিয় নন। বিয়ের পর তিনি নিজের মতো করে জীবন উপভোগ করছেন। অন্যদিকে ঋতাভরী একের পর এক বাংলা ছবিতে অভিনয় করে চলেছেন। ছোট পর্দায় ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকের ললিতা চরিত্র দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। এরপর আর টেলিভিশনে কাজ না করলেও বড় পর্দায় ‘শ্রীমতী ভয়ংকরী’ এবং ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ সহ একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন।
শতরূপা সান্যালের দুই মেয়েই বাংলা ও হিন্দি দুই ইন্ডাস্ট্রিতেই কাজ করেছেন। ব্যক্তিগত জীবনেও এই দুই বোন যথেষ্ট সাহসী। চিত্রাঙ্গদা ইতিমধ্যেই প্রেমিক সম্বিত চট্টোপাধ্যায়কে বিয়ে করেছেন এবং বর্তমানে মুম্বইয়ে বসবাস করছেন। ঋতাভরীরও শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসার কথা, কারণ তিনি ইতিমধ্যেই প্রেমিক সুমিক অরোরার সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন।
লাল বিকিনিতে ভাইরাল ঋতাভরী চক্রবর্তী, সঙ্গে দিদি চিত্রাঙ্গদা
লাল বিকিনিতে ভাইরাল ঋতাভরী চক্রবর্তী, সঙ্গে দিদি চিত্রাঙ্গদা
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram