লাল বেনারসীতে বউ সাজে প্রিয়াঙ্কা, সিঁদুর পরালেন শুভ্রজিৎ — আসল বিয়ে না কি শ্যুটিং? চর্চায় ভাইরাল ভিডিও

লাল বেনারসীতে বউ সাজে প্রিয়াঙ্কা, সিঁদুর পরালেন শুভ্রজিৎ — আসল বিয়ে না কি শ্যুটিং? চর্চায় ভাইরাল ভিডিও

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram




বিনোদন – টেলিপাড়ার জনপ্রিয় জুটি প্রিয়াঙ্কা মিত্র ও শুভ্রজিৎ সাহা ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সাবেকি বাঙালি বধূর সাজে প্রিয়াঙ্কাকে সিঁদুর পরাচ্ছেন শুভ্রজিৎ। লাল বেনারসী, শোলার মুকুট, গা ভর্তি গয়নায় সেজে বিয়ের মণ্ডপে বসে আছেন প্রিয়াঙ্কা। শুভ্রজিৎ পরেছেন সাদা-পাঞ্জাবি ও লাল ধুতি। ভিডিওতে তাঁরা একে অপরকে আদরে ভরিয়ে দিচ্ছেন।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভক্তরা শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন তাঁদের। তবে অনেকের প্রশ্ন—এটা কি আসল বিয়ে, নাকি কোনও ধারাবাহিক বা বিজ্ঞাপনের শ্যুটিং?

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে আইনি বিয়ে সেরেছেন প্রিয়াঙ্কা ও শুভ্রজিৎ। সেই খবর সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছিলেন দু’জনেই। সামাজিক বিয়ের ইচ্ছা থাকলেও সেসময় কোনও নির্দিষ্ট পরিকল্পনা ছিল না বলে জানিয়েছিলেন তাঁরা।

তবে হঠাৎ এই ভিডিও ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। বিয়ের সাজ ও রীতিনীতি মেনেই দৃশ্যটি শ্যুট করা হলেও এখনো পর্যন্ত প্রিয়াঙ্কা বা শুভ্রজিৎ কেউই নিশ্চিত করে বলেননি এটি সামাজিক বিয়ে কিনা। ফলে জল্পনা আরও বাড়ছে।

প্রিয়াঙ্কার প্রেমজীবন নিয়ে আগেও চর্চা হয়েছে। সায়ন্ত মোদকের সঙ্গে সম্পর্কে থাকলেও তা টেকেনি। পরবর্তীতে শুভ্রজিতের সঙ্গে সম্পর্ককে পরিণতি দেন অভিনেত্রী।

এই ভিডিও আদৌ তাঁদের স্বপ্নপূরণের মুহূর্ত নাকি অভিনয়ের দৃশ্য, সেটা জানার অপেক্ষায় তাঁদের অনুরাগীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top