Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
লাল-সাদা-কালো এই তিন রং ব্যবহার করা হল নেতাজির মন্দিরে - Shine TV 24×7

লাল-সাদা-কালো এই তিন রং ব্যবহার করা হল নেতাজির মন্দিরে

লাল-সাদা-কালো এই তিন রং ব্যবহার করা হল নেতাজির মন্দিরে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২৪ জানুয়ারি, আজ আমরা স্বাধীন দেশে বসবাস করছি। তবে এই স্বাধীনতা অর্জনের পিছনে যে মহান বীরপুরুষের অবদান রয়েছে তিনি হলেন নেতাজি সুভাষ চন্দ্র বোস।যিনি কোনওদিন অন্যায়, অনাচারের কাছে মাথা নোয়ায়নি। তীব্র ব্যক্তিত্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর মন্দিরের শুভ উদ্বোধন হল উত্তরপ্রদেশের বারাণসীতে।ভারতে এই প্রথমবার স্বয়ং নেতাজির মন্দির তৈরী হল, যার দেবতা তিনি নিজেই।

২৩ শে জানুয়ারি বীরপুরুষ সুভাষচন্দ্র বসুর পবিত্র জন্মজয়ন্তীতে এই মন্দিরের শুভউদ্বোধন করলেন আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার।মন্দিরের শহর হিসেবে পরিচিত এই উত্তরপ্রদেশের বেনারস।সেই শহরেই এবার ঈশ্বরের মতো পূজিত হতে চলেছে নেতাজি।গা ফুট উচ্চতায় এই মন্দির তৈরী হয়েছে।লাল রঙে এই মন্দির রাঙিয়ে তোলা হয়েছে।

সাদা চামড়া যাকে দেখে হাড়ে হাড়ে ঠকাঠকি শুরু হতো, যার কাছে সমস্ত অন্যায়, অনাচার মাথা নোয়ায় সেই ঝাঁঝালো, তীব্র ব্যক্তিত্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর মন্দিরের শুভ উদ্বোধন হলো উত্তরপ্রদেশের বারাণসীতে।মন্দিরের দায়িত্বে থাকা বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজিবের কথায়, ‘লাল রং হল বিপ্লবের প্রতীক। সাদা হল শান্তির প্রতীক। কালো রং শক্তির প্রতীক। তাই এই তিন রং ব্যবহার করা হয়েছে।’

নেতাজির স্মরণে মানুষের মনে দেশভক্তি বাঁচিয়ে রাখাই এই মন্দির তৈরির উদ্দেশ্য। নেতাজির আদর্শ থেকে যেন কেউ বিস্মৃত হয়ে না যান, তার উদ্দেশেই এই মন্দির তৈরী।এর দ্বারা নেতাজিকে শ্রদ্ধা জানানো ও তাঁর আদর্শকে আরও বেশি প্রচার সম্ভব।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top