বিনোদন – উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের মেয়ে রাতাশ্রী দত্ত বর্তমানে নেটপাড়ার চর্চার কেন্দ্রবিন্দু। কলকাতায় মডেলিংয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করলেও পরে বাংলাদেশে পাড়ি দেন তিনি। সেখানকার একাধিক হাই-প্রোফাইল ছবিতে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন রাতাশ্রী। বিশেষ করে ‘অচেনা উত্তম’ ছবিতে শর্মিলা ঠাকুরের চরিত্রে অভিনয় করে লাইমলাইটে চলে আসেন এই অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি তাঁর সৌন্দর্য ও বোল্ড লুকও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। রাতাশ্রীর ইনস্টাগ্রাম বা ফেসবুক প্রোফাইলে চোখ রাখলেই দেখা মেলে একের পর এক স্টাইলিশ ও সাহসী ফটোশুটের। বিকিনি হোক বা ট্রেন্ডি আউটফিট—সব পোশাকেই আত্মবিশ্বাসী লুকে নেটিজেনদের মন জয় করছেন তিনি। নতুন ছবি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই কমেন্টের বন্যা বইছে রাতাশ্রীর পোস্টে।
বাংলাদেশে গিয়ে উচ্চমানের ছবিতে অভিনয় করে ইতিমধ্যেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন এই কলকাতার অভিনেত্রী। এখন তিনি সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ এবং ভক্তদের কাছে বোল্ড লুকের জন্যও সমানভাবে প্রশংসিত।
