লাহোর বিস্ফোরণের সঙ্গে ভারতের যোগসাযোগ রয়েছে, অভিযোগ পাক নিরাপত্তা উপদেষ্টার

লাহোর বিস্ফোরণের সঙ্গে ভারতের যোগসাযোগ রয়েছে, অভিযোগ পাক নিরাপত্তা উপদেষ্টার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৫ জুলাই ২০২১: লাহোর বিস্ফোরণের সঙ্গে ভারতের যোগসাযোগ রয়েছে। এমনটাই অভিযোগ করেছেন পাক নিরাপত্তা উপদেষ্টার।উল্লেখ্য,
লাহোর গতমাসে একটি গাড়ি বিস্ফোরণ হয়েছিল। এবার সেই বিস্ফোরণের জন্য ভারতকেই দোষারোপ করল পাকিস্তান । এমনটকি অভিযোগ করেছেন,ওই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোয়েদ ইউসুফ। এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন তিনি, তদন্ত অনুযায়ী বিস্ফোরণের পিছনে ভারতের গোয়েন্দা বাহিনীরই ভূমিকা রয়েছে বলে জানা গিয়েছে।

যদিও সেক্ষেত্রে তিনি অভিযুক্তের নাম উল্লেখ করেননি।সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, “জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া ফরেনসিক অ্যানালাইসিস, বৈদ্যুতিন যন্ত্র থেকে জানা গিয়েছে যে গোটা সন্ত্রাসবাদী হামলার পিছনের মাস্টারমাইন্ড ‘র’-এরই সদস্য। ভারতেই বসবাস করেন তিনি এবং ভারতীয় নাগরিকত্বও রয়েছে।” তিনি জানান, আন্তর্জাতিক স্তরে ভারত যে সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দেয়, তা সকলের সামনে আনার কাজ চালিয়ে যাবে পাকিস্তান।
প্রসঙ্গত, গত ২৩ জুন লাহোরের জোহার শহরে কুখ্যাত জঙ্গিনেতা হাফিজ সইদর বাড়ির সামনে বিস্ফোরণ হয়। ঘটনায় তিনজনের মৃত্যু হয় এবং ২৪ জন আহত হন। কোনও জঙ্গিগোষ্ঠীই এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি এখনও। বিস্ফোরণের ঘটনার পরই পাকিস্তান পুলিশ তদন্ত শুরু করে। এরপরেই গতকাল তারা সাংবাদিক বৈঠক করে ভারতের গোয়েন্দা শাখা র-এর মদতেই এই বিস্ফোরণ হয়েছিল বলে দাবি জানায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top