মোবাইলে আসা লিংকে ক্লিক করতেই বিপত্তি! তরুনির ছবি বিকৃত করে অশ্লিল ছবি সোমাল মিডিয়ায় ছড়িয়ে তোলাবাজি। ব্যারাকপুরের এক তরুনির মোবাইলে একটি লিঙ্ক আসে, সেই লিঙ্ক খুলতেই সমস্যা!!
তাকে বারবার করে নানান ধরনের ম্যাসেজ আস্তে শুরু হয় টাকা দেওয়ার জন্য। তাকে বলাহয় তিনি লোন নিয়েছেন,টাকা ফেরত দিতে হবে,।
তিনি বারবার করে বলেন সে কোনও লোন নেয়নি নি।এর পর তাকে শাসানো শুরু হয় টাকা দিতে হবে বলে।
এমনকি তার ছবিতে নানা রকমের কটু কথা লিখে তার কন্টাক লিস্টে যারা ছিল তাদের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। এরপর হুমকি দেওয়া হয় টাকা না দিলে এর পর তার ছবি বিকৃত করে শোসাল মিডিয়ায় ভাইরাল হবে।
টিটাগর থানায় অভিযোগ করেন ওই তরুনি। অভিযোগ হয় বারাকপুর সাইবার ক্রাইমেও। তদন্ত শুরু করেছে পুলিশ।
কিন্ত মানষিক ভাবে ভেঙে পরেছেন ঐ তরুনি।তার বন্ধু বান্ধব থেকে, অফিসের কলিগ সবার কাছে ঐ তরুনির নামে নানা রকম পন’ছবি লাগিয়ে, ম্যাসেজ পাঠানো হচ্ছে।,যাতে তার সন্মানহানি হচ্ছে । আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই ভুক্তভোগী তরুনি।এখনও অভিযুক্তরা কেউ গ্রেফতার হয়নি।মোবাইলে আসা লিংকে ক্লিক করতেই বিপত্তি! তরুনির ছবি বিকৃত করে অশ্লিল ছবি সোমাল মিডিয়ায় ছড়িয়ে তোলাবাজি। ব্যারাকপুরের এক তরুনির মোবাইলে একটি একটি লিঙ্ক আসে, সেই লিঙ্ক খুলতেই সমস্যা! তাকে বারবার করে নানান ধরনের ম্যাসেজ আস্তে শুরু হয় টাকা দেওয়ার জন্য। তাকে বলাহয় তিনি লোন নিয়েছেন,টাকা ফেরত দিতে হবে,।
আর ও পড়ুন কল সেন্টার খুলে অ্যাপের মাধ্যমে লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণা
তিনি বারবার করে বলেন সে কোনও লোন নেয়নি নি।এর পর তাকে শাসানো শুরু হয় টাকা দিতে হবে বলে।
এমনকি তার ছবিতে নানা রকমের কটু কথা লিখে তার কন্টাক লিস্টে যারা ছিল তাদের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। এরপর হুমকি দেওয়া হয় টাকা না দিলে এর পর তার ছবি বিকৃত করে শোসাল মিডিয়ায় ভাইরাল হবে।
টিটাগর থানায় অভিযোগ করেন ওই তরুনি। অভিযোগ হয় বারাকপুর সাইবার ক্রাইমেও। তদন্ত শুরু করেছে পুলিশ।
কিন্ত মানসিক ভাবে ভেঙে পরেছেন ঐ তরুনি।তার বন্ধু বান্ধব থেকে, অফিসের কলিগ সবার কাছে ঐ তরুনির নামে নানা রকম পন’ছবি লাগিয়ে, ম্যাসেজ পাঠানো হচ্ছে।,যাতে তার সন্মানহানি হচ্ছে । আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই ভুক্তভোগী তরুনি।এখনও অভিযুক্তরা কেউ গ্রেফতার হয়নি।