লিপ সার্জারি নিয়ে জল্পনা ভাঙলেন শুভশ্রী, জানালেন খোলাখুলি মত

লিপ সার্জারি নিয়ে জল্পনা ভাঙলেন শুভশ্রী, জানালেন খোলাখুলি মত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে ঘিরে মাঝেমধ্যেই ওঠে লিপ সার্জারি বা বোটক্সের গুঞ্জন। অনেকে মনে করেন, অভিনেত্রী নাকি লিপ ফিলার করিয়েছেন। তবে বহু বছর আগে এক পডকাস্টে এই প্রসঙ্গে শুভশ্রী নিজেই জানান, তিনি লিপ সার্জারি করাননি।

নায়িকার কথায়, “আমি লিপ সার্জারি করিনি। তবে যাঁরা করেছেন, তাঁদের আমি সমর্থন করি। এটা একেবারেই ব্যক্তিগত বিষয়। এটাকে অপরাধ বলে কটাক্ষ করার কিছু নেই।” যদিও মোটা ঠোঁটের জন্য তাঁকে বহুবার ট্রোলের মুখে পড়তে হয়েছে।

শুভশ্রীর শেয়ার করা কিছু ছবিতে নেটিজেনদের মনে হয়েছে তিনি হয়তো বোটক্স করিয়েছেন। তবে চিকিৎসক মহল বলছে, সাধারণত এই ধরনের কসমেটিক ট্রিটমেন্ট ৪০-এর পর বেশি করা হয়। ৩৫ বছরের শুভশ্রী বর্তমানে অভিনয় ও সংসার— দুই দিকই সামলাচ্ছেন সমান দক্ষতায়।

‘পরিণীতা’, ‘বৌদি ক্যান্টিন’, ‘গৃহপ্রবেশ’, ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর মতো একাধিক কাজের মাধ্যমে নিজের কেরিয়ারের সেরা সময়ে রয়েছেন নায়িকা। স্বামী রাজ চক্রবর্তী ও দুই সন্তানকে নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top