পুলিশি পাহারায় যোগ্যতা অর্জনে বদ্ধপরিকর মাওবাদী নেতা

পুলিশি পাহারায় যোগ্যতা অর্জনে বদ্ধপরিকর মাওবাদী নেতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২৫শে জুন :সংশোধনাগার থেকে পরীক্ষা কেন্দ্র, পুলিশি পাহারায় যোগ্যতা অর্জনে বদ্ধপরিকর মাওবাদী নেতা। আজ সল্টলেকের সেক্টর ফাইভের গীতবিতান বিল্ডিংয়ে নেট ২০১৯ পরীক্ষা দিতে এলেন জেল বন্দি কয়েদি দীপক কুমার পার্গনিয়া। মাওবাদী কার্যকলাপের সাথে যুক্ত থাকার অভিযোগে ২০১২ সালে কলকাতার কলেজস্ট্রিট থেকে তাকে গ্রেফতার করা হয়। এর পরে গত ৭ বছর ধরে দমদম সংশোধনাগারে বন্দি এই মাওবাদী নেতা। সেখান থেকেই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এই বছরের নেট পরীক্ষায় প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আদালতে পরীক্ষা দিতে চেয়ে আবেদন জানান তিনি। আদালতের নির্দেশে আজ তাকে সল্টলেকের গীতবিতান বিল্ডিংয়ে পরীক্ষা দিতে নিয়ে আসা হয়। আজ সকাল ১১টায় দমদম সংশোধনাগার থেকে তাকে বের করে নিয়ে আসা হয় পরীক্ষা কেন্দ্রে। এর পরে বিকেল ৫.৩০ টায় পরীক্ষা শেষ হলে তাকে আবারও নিয়ে যাওয়া হবে দমদম সংশোধনাগারে। তিনি জানান জেলের ভিতর প্রস্তুতি নেওয়া ছিল খুবই কঠিন। প্রতিশ্রুতি মত কোনো সহযোগিতা পায় না কোনো বন্দি। তার মত অনেক বন্দি আছেন যারা উচ্চ শিক্ষিত হতে চায় সরকার তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিক বলে আবেদন রাখেন মাওবাদী নেতা দীপক ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top