লেক টাউনের বাইক চুরির ঘটনায় গ্রেফতার আরও এক। উদ্ধার ৫টি বাইক। সর্বমোট ৫ দিনে বাইক চুরির ঘটনায় গ্রেফতার দুই উদ্ধার ৬টি চুরি যাওয়া বাইক। গতমাসের ২৩ তারিখ লেক টাউন জয়া সিনেমার পাশ থেকে একটি বাইক চুরি হয়। বাইকের মালিক বিজয় ভর্মা চুরির অভিযোগ দায়ের করে লেক টাউন থানায়। সেই তদন্ত শুরু করে সিসিটিভি ফুটেজ হাতে আসে লেক টাউন থানার পুলিশের। সেখান থেকেই সনাক্ত করে বাদুরীয়া থেকে গত ১ তারিখ সৌরভ ঘোষকে গ্রেফতার করে লেক টাউন থানার পুলিশ।
আরও পড়ুন – এই দুর্গে রাত কাটালেই মৃত্যু নিশ্চিত, জানেন কোথায় আছে এই দুর্গ, কি তার রহস্য
উদ্ধার হয়ে চুরি যাওয়া একটি বাইক। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে সৌরভ এবং তার দুই সাগরেদ লেক টাউন এলাকায় রাতের অন্ধকারে এই বাইক চুরি করে সেটাকে চালান করতো ভিন রাজ্যে। সেই সূত্র ধরেই ফের একবার গতকাল রাতে বাদুড়িয়া এলাকায় হানা দেয় লেক টাউন থানার পুলিশ সেখান থেকে এই চক্রের অন্যতম পান্ডা অভিজিৎ কাহারকে গ্রেফতার করে লেক টাউন থানার পুলিশ।
তাকে জিজ্ঞাসাবাদ করে গতকাল রাতে আরও পাঁচটি বাইক উদ্ধার করে পুলিশ। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের অন্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এছাড়াও বাইক গুলির খোঁজে তল্লাশি চালাচ্ছে লেক টাউন থানার পুলিশ। লেক টাউনের