কলকাতা: লেক টাউনের হনুমান মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার গভীর রাতে চারজনের একটি গ্যাং মন্দিরের ভিতর থেকে সোনা, রুপো, মুকুটসহ একাধিক পুজোর সামগ্রী চুরি করে নিয়ে পালিয়েছে বলে অভিযোগ। চুরির ঘটনাটি মন্দিরের সিসিটিভি ক্যামেরায় স্পষ্টভাবে ধরা পড়েছে।
মন্দির কর্তৃপক্ষের দাবি, চুরি হওয়া গয়না ও পুজোর সামগ্রীর সঠিক মূল্য এখনও নির্ধারণ করা না গেলেও, প্রাথমিক অনুমান অনুযায়ী, ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকার বেশি হতে পারে। চুরির পরেই লেক টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মন্দির কমিটি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্থানীয় থানা এবং ডিটেকটিভ ডিপার্টমেন্টের পক্ষ থেকে যৌথভাবে তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং চার অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, চুরির পদ্ধতি দেখে মনে করা হচ্ছে, অভিযুক্তরা আগে থেকেই পরিকল্পনা করে মন্দিরে ঢুকেছিল। পুরো ঘটনার তদন্তে পুলিশ একাধিক দিক খতিয়ে দেখছে।
