পথ কুকুরের লেজে বাজি বেঁধে উল্লাস, আটক ৯ জন। কালীপুজোর সময় একদল পাষণ্ডর চরম নির্মমতার নজির থাকল খড়্গপুর শহর । এক পথ কুকুরের পায়ে নিষিদ্ধ শব্দবাজি বেঁধে ফাটানোর পৈশাচিক উল্লাসে মেতে উঠল কয়েক জন নিষ্ঠুর মানুষ। এরফলে চরম খেসারত দিতে হল সারমেয় টিকে । বাজির বিস্ফোরণের জেরে এর একটি পা ও লেজ উড়ে গেছে। ঝলসে গেছে সারা শরীর । যন্ত্রনায় রাস্তায় পড়ে কাতরাতে থাকে কুকুরটি।
এই ঘটনায় পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের এসডিপিও দীপক সরকার জানান , এঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে। আরো ধর পাকড় করা হবে । পুলিশ কঠোর ব্যবস্থা নিতে চলেছে। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।
পশু প্রেমী সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে এর আগেও উৎসবের মরশুমে বাজি তাণ্ডবের শিকার হয়েছে পথকুকুর। বিস্ফোরণে গুরুতর জখম খড়গপুর শহরের খরিদা গুরদুয়ারের সামনের এলাকার রাস্তায় ঘোরাফেরা করা একটি কুকুরের সঙ্গে যা হয়েছে একে ধিক্কার জানানোর ভাষা নেই। সারমেয়টির একটি পা উরুর কাছ থেকে সম্পূর্ণ উড়ে গিয়েছে। ল্যাজের অর্ধেক অংশও নেই। বাম চোখে গভীর ক্ষত হয়েছে।
আর ও পড়ুন নদীয়ায় ফের বিজেপিতে ভাঙ্গন, শতাধিক বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে
যন্ত্রণাকাতর পশুটিকে উদ্ধার করে তার শুশ্রূষা শুরু করেছেন স্ট্রিট পজ নামে একটি পশুপ্রেমী সংগঠন।
কালীপুজো ও দীপাবলির দিন থেকেই রীতিমতো শব্দতাণ্ডব চলেছে খড়গপুর শহর জুড়ে। আদালতের রায়কে বুড়ো আঙুল দেখিয়েই দেদার বাজির উল্লাস চলছে খড়গপুর শহরের ইন্দা, খরিদা, গোলবাজার, মালঞ্চ, নিমপুরা, তালবাগিচা, রবীন্দ্রপল্লী, প্রেমবাজারে।
সন্ধ্যা শুরু হতে না হতেই যে শব্দবাজির তাণ্ডব শুরু হয়ে যায় । রাত দশ’টার পরও তা অব্যাহত থাকে। শব্দবাজির তাণ্ডব থেকে রেহাই পায় না রাস্তায় থাকা অবলা কুকুর-বিড়ালগুলি।স্ট্রিট পজ সংগঠনে কর্মকর্তা কমলজিৎ সিং বলেন খরিদা গুরদুয়ারের সামনে থাকা কুকুরটির সঙ্গে এই বর্বরতা হয়েছে। যা কোন মানুষ মেনে নেবে না।তিনি অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
উল্লেখ্য, পথ কুকুরের লেজে বাজি বেঁধে উল্লাস, আটক ৯ জন। কালীপুজোর সময় একদল পাষণ্ডর চরম নির্মমতার নজির থাকল খড়্গপুর শহর । এক পথ কুকুরের পায়ে নিষিদ্ধ শব্দবাজি বেঁধে ফাটানোর পৈশাচিক উল্লাসে মেতে উঠল কয়েক জন নিষ্ঠুর মানুষ। এরফলে চরম খেসারত দিতে হল সারমেয় টিকে । বাজির বিস্ফোরণের জেরে এর একটি পা ও লেজ উড়ে গেছে। ঝলসে গেছে সারা শরীর । যন্ত্রনায় রাস্তায় পড়ে কাতরাতে থাকে কুকুরটি।