‘লেডি করণ জোহর’ কটাক্ষে বিদ্ধ নুসরত জাহান, মেকআপ ছাড়া ভিডিওতে ট্রোল নেটিজেনদের

‘লেডি করণ জোহর’ কটাক্ষে বিদ্ধ নুসরত জাহান, মেকআপ ছাড়া ভিডিওতে ট্রোল নেটিজেনদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিনোদন – টলিপাড়ার অন্যতম বিতর্কিত নায়িকা নুসরত জাহান ফের কটাক্ষের মুখে। সম্প্রতি ছেলের সঙ্গে একটি ভিডিও পোস্ট করার পর নায়িকাকে তীব্র ট্রোল করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, ছেলে ঈশান মায়ের মুখ ও চুলের উপর দিয়ে খেলনা গাড়ি চালাচ্ছে। সদ্য ঘুম থেকে ওঠা নুসরত ছিলেন মেকআপ ছাড়া, চোখে কালো ফ্রেমের চশমা, উসকো খুসকো চুলে একেবারেই স্বাভাবিক লুকে।

এই ভিডিও পোস্ট হতেই নেটিজেনদের একাংশ তীব্র কটাক্ষ শুরু করেন। কেউ নুসরতকে বলেছেন “লেডি করণ জোহর”, কেউ মন্তব্য করেছেন “সার্জারি করে কী বিশ্রী বানিয়েছেন চেহারাটাকে”। কেউ আবার তাঁকে “রাজকুমারি কোকো ভার্সন” বলে ঠাট্টা করেছেন।

উল্লেখ্য, নুসরতের ঠোঁটে করা কসমেটিক সার্জারি নিয়েও এর আগে একাধিকবার ট্রোল হয়েছে তাঁকে। নায়িকার ঠোঁট পাতলা থেকে মোটা হওয়ায় নেটিজেনদের কটাক্ষে তিনি প্রায়ই বিদ্ধ হন। তবুও বিতর্ককে পাত্তা না দিয়ে নুসরত তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে সরব থাকেন।

এদিকে, বড়পর্দায় নুসরতকে ফের দেখা যাবে “রক্তবীজ ২”-এ, যেখানে একটি আইটেম ডান্স-এ পারফর্ম করছেন তিনি। ইতিমধ্যেই তাঁর “অর্ডার ছাড়া বর্ডার ক্রস কর যাবে না” গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

নুসরত সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকেন — কখনও তাঁর যশ দাশগুপ্ত-এর সঙ্গে সম্পর্ক, কখনও সংসার, আবার কখনও তাঁর রাজনৈতিক ক্যারিয়ার। গত লোকসভা নির্বাচনে বসিরহাট থেকে টিকিট না পেলেও বিতর্ক ও সমালোচনা যেন নুসরত জাহানের পিছু ছাড়ছে না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top