লোক আদালত বসলো বীরভূমে

লোক আদালত বসলো বীরভূমে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

লোক আদালত বসলো বীরভূমে। আইনের জন্য মানুষ নয়, মানুষের জন্যই আইন। আজ দেখলাম, আইনের আশ্রয়ে এসে বিনামূল্যে কমসময়ে কিভাবে মানুষ বিচার পেল। আজ জাতীয় লোক আদালত। সারা দেশ জুড়ে দেশের সমস্ত জেলা, মহকুমা আদালতে বসে লোক আদালত। বিদ্যুৎ, দূূঘর্টনাজনিত বিমা, ব্যাঙ্কে অনাদায়ী ঋন সংক্রান্ত মামলা, টেলিফোন সংক্রান্ত মামলা বা বিবাদের নিষ্পত্তি হলো। আমাদের, বীরভূমের সিউড়ী, রামপুরহাট, বোলপুর এই জেলা ও মহকুমা আদালতে অনুষ্ঠিত হলো লোক আদালত।

 

একদিনে, একসঙ্গে কয়েকহাজার মামলার নিষ্পত্তি হলো। শহর, গ্রাম থেকে আসা সাধারন মানুষ, পুরুষ-মহিলা নির্বিশেষে তাদের সমস্যার সমাধান হওয়াই হাঁসি মুখে বাড়ী ফিরে গেলেন। সকাল ৯ টা থেকেই ভীড়ে থিক থিক করছিলো সিউড়ী জেলা জজ আদালত চত্বর। কয়েক ঘন্টা অপেক্ষার পর মুখে চওড়া হাঁসি। বললেন, সমস্যা মিটে গেলো। লোক আদালতের ভূমিকায় আমরা খুশি। এদিন আদালতের মহামান্য বিচারক মহাশয়রা হাজার মানুষের সমস্যার সমাধান করলেন। সেই মহামান্য বিচারক মহাশয়গণকে শ্রদ্ধার সাথে সম্মাননা জানালেন সাধারন বিচার প্রার্থীরা।

আরও পড়ুন – সিআরপিএফের কোবরা ব্যাটালিয়ন এর উদ্যোগে জনসংযোগ কর্মসূচি

আদালতের আইনজীবি, পুলিশ কর্মী, আদালত কর্মী, আইনী সহায়ক, মেডিক্যাল টিম, সোস্যাল ওর্য়াকার, জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের কর্মীবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে সামাল দিলেন, বলা ভালো সফলভাবে পরিচালনা করলেন লোক আদালত। আইন মানুষের জন্যই। আইন আদালত সমাজেরই অঙ্গ। সেখানে বহু মানুষ ঋন মুক্ত, সমস্যা মুক্ত হয়ে দুশিন্তামুক্ত ভাবে বাড়ী ফিরলেন, আদালতের উপর সম্মাননা জানালেন দিনের শেষে। এদিন সিউড়ী, বোলপুর, রামপুরহাট তিনটি আদালত থেকে ব্যাঙ্ক অনাদায়ী ঋন, বিদ্যুত, টেলিফোন, দুর্ঘটনাজনিত বিমা সহ বিভিন্ন মোকদ্দমায় ৬ কোটি ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা সেটেলমেন্ট হয় বলে জেলা আইনী পরিষেবা সূত্রে জানা গেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top