নিজস্ব সংবাদদাতা,বিধাননগর :- আজ সকাল থেকেই তৎপর বিধান নগর পুলিশ। আগামী দুইদিন লকডাউন থাকবে সেই কারণে মাইকিং করে মানুষকে সতর্ক করা হয়,ওই দুই দিন যাতে কেউ বাড়ির বাইরে অপ্রয়োজনে না বেরোয়।
বিধান নগর পুলিশের তরফ থেকে সল্টলেকের বিভিন্ন ব্লকে ব্লকে মাইকিং করা হয় আগামী ২৩ তারিখ বৃহস্পতিবার ও ২৫ তারিখ শনিবার এই দুইদিন পুরোপুরি লগডাউন থাকবে। অপ্রয়োজনে কেউ যাতে বাড়ির বাইরে না বেরোয় সেই বিষয়ে সতর্ক করা হয় বিধাননগর বাসীকে। এছাড়াও মাস্ক ব্যবহার করতে হবে সেই বিষয় নিয়েও মাইকিং করা হয়। পাশাপাশি সল্টলেকের বিভিন্ন মার্কেট/বাজারগুলোতেও মাইকিং করা হয় এই দুদিন যাতে বাজার বন্ধ রাখা হয়।