দেশ – শুক্রবার লোকসভায় পেশ হতে চলেছে ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স বিল, ২০২৫। কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী এই বিলটি পেশ করবেন বলে জানা গিয়েছে। ক্রীড়া ক্ষেত্রে স্বচ্ছতা ও সুশাসন আনতে এই বিলের মাধ্যমে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বিলটিতে মূলত খেলোয়াড়দের কল্যাণ, সুশাসন, ন্যায়বিচার ও নৈতিক অনুশীলনের ওপর জোর দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে অলিম্পিক ও প্যারালিম্পিক সনদের নীতিমালাও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে ক্রীড়াক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন অভিযোগ ও বিরোধের দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে।
অন্যদিকে, সংসদে চলতি অধিবেশনের অচলাবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, এই অধিবেশনে এখনও পর্যন্ত প্রায় ৫৩ ঘণ্টা ২১ মিনিট সময় নষ্ট হয়েছে। তারকাচিহ্নিত ১৮০টি প্রশ্নের মধ্যে মাত্র ১৩টি নিয়ে আলোচনা সম্ভব হয়েছে এবং জিরো আওয়ারের ১৮০টি প্রস্তাবের মধ্যে আলোচনার সুযোগ মিলেছে মাত্র ৫টির। সংসদ কার্যবিধি মেনে চলার আবেদন জানিয়ে মন্ত্রী ১৯৯৭ সালের একটি ঐতিহাসিক প্রস্তাবের কথা স্মরণ করিয়ে দেন।
