
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগণা:- আবার পুলিশি হানা অর্জুন সিং এর বাড়িতে। ভাটপাড়ার সমবায় ব্যাংকের আর্থিক তছরুপ এর জন্য আজ ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং বাড়িতে পৌঁছলো পুলিশ। সূত্রের খবর সাংসদের ভাটপাড়ার মজদুর ভবনের বাড়িতে তল্লাশি চালালো পুলিশ । বেশ কয়েকবার অর্জুন সিং এর বাড়িতে তল্লাশি করার জন্য নোটিশ লাগায় ভাটপাড়া থানার পুলিশ। সূত্রের খবর বিজেপির পক্ষ থেকে অভিযোগ , যে বারবার উদ্দেশ্য প্রনোদিত ভাবে শাসক দলের উস্কানিতেই এমন কাজ করছে প্রশাসন। এর আগেও নানা ভাবে হেনস্তা হতে হয় সাংসদ কে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয় নি।



















