ভাইরাল – উত্তরপ্রদেশের এটা জেলায় বন্যার জলে ভেসে লোকালয়ে প্রবেশ করে এক ভয়ঙ্কর কুমির, যার কারণে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। স্থানীয়রা কুমিরটিকে দেখেও বনকর্তাদের খবর না দিয়ে নিজ উদ্যোগে তাকে ধরে বেঁধে বাইকে চড়িয়ে আবার নদীতে ছেড়ে দেয়।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ভারী বর্ষণের ফলে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় কুমিরটি গ্রামে ঢুকে পড়ে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়, একদিকে যেমন অনেকেই কুমিরটিকে দেখার জন্য ভিড় জমায়, অন্যদিকে কেউ বনকর্তাদের সাহায্য নিতে এগোইনি। গ্রামের কয়েকজন সাহসী ব্যক্তি কুমিরটির মুখ ও দেহ দড়ি দিয়ে বেঁধে বাইকে তুলে নদীর উদ্দেশ্যে রওনা দেয়।
এই ঘটনাটির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সাড়া ফেলেছে। ‘ঘর কা কলেশ’ নামের একাউন্ট থেকে প্রকাশিত ভিডিওটি লক্ষাধিক মানুষ দেখেছে এবং সেটিতে বিভিন্ন ধরনের মন্তব্য আসছে। অনেকেই ভিডিওটি দেখে মজার রিঅ্যাকশন দিয়েছেন, আবার অনেকেই কুমিরটিকে এভাবে ধরেনো এবং বাইকে চড়িয়ে নিয়ে যাওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। এক নেটাগরিক লিখেছেন, “সম্ভবত এটিই প্রথম কুমির যিনি বাইকে চড়েছেন।” অন্যজন মন্তব্য করেছেন, “এভাবে বন্যপ্রাণীর প্রতি বর্বরতা মানতে পারছি না। এর জন্য লজ্জা পাওয়া উচিত।”
