নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১২ ফেব্রুয়ারি, সোনারপুর লোকালে হঠাৎ ধোঁয়ার আতঙ্ক সৃষ্টি হয় যাত্রীদের মধ্যে। শিয়ালদা দক্ষিণ শাখায় পার্ক সার্কাস স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেন থেকে হঠাৎ ধোয়া বেরোতে দেখা যায় বুধবার সকালে।
আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। এদিন সকাল সাড়ে আটটা নাগাদ সোনারপুর লোকাল থেকে ধোঁয়া বেরোতে দেখেন যাত্রীরা। আতঙ্ক তৈরি হয় যাত্রীদের মধ্যে। সঙ্গে সঙ্গে খালি করে দেওয়া হয় পুরো ট্রেন।ট্রেনটি নিয়ে যাওয়া হয় বালিগঞ্জ স্টেশনে।আগুনের আতঙ্কের জেরে বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায় পরিষেবা। বেশ কিছুক্ষন পর ফের স্বাভাবিক হয় ট্রেন পরিষেবা।সকাল সকাল এরূপ পরিস্থিতিতে সমস্যায় পড়ে সকল নিত্যযাত্রী।