নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর, ৬ নভেম্বর, ২০২০:করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ট্রেন চলাচল। অব শেষে লকডাউন কিছুটা শিথিল হওয়ার পর বেশ কিছু দূরপাল্লার ট্রেন ইতিমধ্যেই চালু হয়েছে।
তবে লোকাল ট্রেন গুলি চালানোর ক্ষেত্রে এখনো পর্যন্ত সবুজ সংকেত পাওয়া যায়নি যার ফলে সমস্যায় ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে কারণ এলাকার বহু মানুষ আছেন যারা বাড়ি থেকে ৬০-৭০ কিলোমিটারের মধ্যে থেকে শুরু করে শতাধিক কিলোমিটারের পথ অতিক্রম করে নিজের কর্মসূত্রে বেরিয়ে থাকেন, এই লোকাল ট্রেন না চলার ক্ষেত্রে বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, লোকাল ট্রেন চালানো সহ একাধিক দাবিতে পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের মেচেদা স্টেশনের সামনে বিক্ষোভ দেখাল ডিওয়াইএফআই’র কর্মীরা। তাদের দাবি, লকডাউনের ফলে দীর্ঘ প্রায় ৭ মাস বন্ধ হয়ে আছে লোকাল ট্রেন।
আরও পড়ুন…হাসপাতাল থেকে দেওয়া হল ভুল রক্তের গ্রুপ, জীবননাশের আশংকায় গর্ভবতি মহিলা
ফলে অসংখ্য মানুষ বেকার হয়ে পড়েছে। তাই খুব শীঘ্রই লোকাল ট্রেন চালানোর দাবিতে মেচেদা স্টেশনের সামনে বিক্ষোভ দেখান ডিওয়াইএফআই’র কর্মীরা।