শেষ হলো লোটা দেবীর পুজো এবং মন্দির প্রাঙ্গণের মেলা। সম্পন্ন হবে চার দিন থেকে চলে আসা লোটা দেবীর পুজো এবং মন্দির প্রাঙ্গণের মেলা। ঐতিহাসিক লোটাদেবীর কালিপুজো ও মেলা জলপাইগুড়িতে। কথিত আছে গরীব মানুষদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে কোন কিছু মা কালি মন্দীরে এসে চাইলে তা এখানের একটি পুকুরে পাওয়া যেত।
এটাই ছিল অবাক করা ঘটনা।তাই তখন থেকে ঐ মন্দীরের নাম হয়েছে মা লোটাদেবী।লোটা মানে কিছু পাত্র বা বাসনপত্র ।শোনা যায় গরীব মানুষ জনের বিয়েতে এই বাসপত চাইলে তা এখানের একটি পুকুরে পাওয়া যেত।।ইতিহাসের সাক্ষীবহন করে চলে আসা ঐতিহাসিক মা লোটাদেবীর পুজো অনুষ্ঠিত হচ্ছে করলা নদীর তীরবর্তী অঞ্চলের চা বাগান সংলগ্ন লোটাদেবীর মন্দীরে।
মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত চারদিন পুজো ও মেলা হবে।মঙ্গলবার রাতেই শুরু হয়েছিল লোটাদেবীর কালিপূজো।অসংখ্য ভক্তরা উত্তর বঙের বিভিন্ন জেলার থেকে এসেছে এই খানে।মোহিত নগর সংলগ্ন করলা নদীর ধারে পুজোএই বার ৬৫ তম বর্ষ সম্পূর্ণ করলো।
আর ও পড়ুন বিধায়কের সার্টিফিকেট নকল ও মোটা টাকায় বিক্রির অভিযোগ
উল্লেখ্য, শেষ হলো লোটা দেবীর পুজো এবং মন্দির প্রাঙ্গণের মেলা। সম্পন্ন হবে চার দিন থেকে চলে আসা লোটা দেবীর পুজো এবং মন্দির প্রাঙ্গণের মেলা। ঐতিহাসিক লোটাদেবীর কালিপুজো ও মেলা জলপাইগুড়ি তে। কথিত আছে গরীব মানুষদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে কোন কিছু মা কালি মন্দীরে এসে চাইলে তা এখানের একটি পুকুরে পাওয়া যেত। এটাই ছিল অবাক করা ঘটনা।তাই তখন থেকে ঐ মন্দীরের নাম হয়েছে মা লোটাদেবী।লোটা মানে কিছু পাত্র বা বাসনপত্র ।
শোনা যায় গরীব মানুষ জনের বিয়েতে এই বাসপত চাইলে তা এখানের একটি পুকুরে পাওয়া যেত।।ইতিহাসের সাক্ষীবহন করে চলে আসা ঐতিহাসিক মা লোটাদেবীর পুজো অনুষ্ঠিত হচ্ছে করলা নদীর তীরবর্তী অঞ্চলের চা বাগান সংলগ্ন লোটাদেবীর মন্দীরে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত চারদিন পুজো ও মেলা হবে।মঙ্গলবার রাতেই শুরু হয়েছিল লোটাদেবীর কালিপূজো।অসংখ্য ভক্তরা উত্তর বঙের বিভিন্ন জেলার থেকে এসেছে এই খানে।মোহিত নগর সংলগ্ন করলা নদীর ধারে পুজোএই বার ৬৫ তম বর্ষ সম্পূর্ণ করলো।