লোধাপল্লী বিদ্যাসাগর শিক্ষা সহায়তা কেন্দ্রের ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে পোশাক বিতরণ। শনিবার মেদিনীপুরের একটি সংগঠন অদ্বিতীয়া এবং খড়গপুরের সন্ধ্যসঙ্গী ও সৃষ্টি (যৌথ ভাবে) বালাজী পল্লীর উদ্যোগে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরী লোধাপল্লী বিদ্যাসাগর শিক্ষা সহায়তা কেন্দ্রের ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হল পোশাক।
ঐ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়্গ্রাম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান জয়দীপ হোতা, বিশিষ্ট সমাজ সেবী কমল কান্ত রাউৎ, সাঁকরাইল ব্লকের বিডিও রথীন বিশ্বাস, সাঁকরাইল থানার ওসি খন্দকার সইফুদ্দিন আহমেদ, বিশিষ্ট সমাজ সেবী সর্বেশ্বর মহাপাত্র সহ আরো অনেকে। ওই অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ যে দুটি সংগঠন ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে পোশাক তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন তাদের উদ্যোগ কে স্বাগত জানান। আগামী দিনে ওই দুটি সংগঠন কে যে কোনো কাজে সহযোগিতা করার জন্য তারা আশ্বাস দেন।
ওই দুটি সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে আগামী দিনেও তারা ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় দরিদ্র ছাত্র-ছাত্রীদের হাতে পোশাক ও পড়াশোনার সরঞ্জাম তুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। তাদের ওই উদ্যোগে খুশি বিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি ওই বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকেরা। শনিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরী এলাকার লোধাপল্লী বিদ্যাসাগর শিক্ষা সহায়তা কেন্দ্রে।
উল্লেখ্য, লোধাপল্লী বিদ্যাসাগর শিক্ষা সহায়তা কেন্দ্রের ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে পোশাক বিতরণ। শনিবার মেদিনীপুরের একটি সংগঠন অদ্বিতীয়া এবং খড়গপুরের সন্ধ্যসঙ্গী ও সৃষ্টি (যৌথ ভাবে) বালাজী পল্লীর উদ্যোগে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরী লোধাপল্লী বিদ্যাসাগর শিক্ষা সহায়তা কেন্দ্রের ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হল পোশাক।