
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা , ১৬ ই জানুয়ারী : লোন পরিশোধ করতে না পারার ফলে বিষ খেয়ে আত্মহত্যা l গৃহবধূর নাম নিবেদিতা শূর বয়স ৪০ স্বামী উৎপল শূর বাড়ি দক্ষিণ হাবড়া কবিরাজের মোড়ে,পরিবার সূত্রে জানা যায় , নিবেদিতার স্বামী বা চোখে দেখতে পায় না, সেই কারণে সে কোথাও কাজ করতে পারত না ,তার জন্য বিভিন্ন সংস্থা থেকে লোন নেয়,তারা যখন লোন পরিশোধ করতে না পারায় এই মর্মান্তিক ঘটনা ঘটায়, ঘটনার সূত্রে জানা যায় প্রতিদিনের মতনই ভোরবেলায় উঠে সংসারের যাবতীয় কাজ সেরে ন্যায়, সবার আড়ালে সে ইঁদুর মারা বিষ খেয়ে ফেলে, বিশ্বের যন্ত্রণা যখন কাতর হয়ে ওঠে তখন বাড়ির লোকেরা বুঝতে পারে ,পরিবারের লোকজন মিলে হাবড়া স্টেট জেনারেল হসপিটালে নিয়ে গেলে তখনই ডাক্তার তড়িঘড়ি বিষ বের করে ফেলার প্রক্রিয়া চালু হয়, তখনই তার শারীরিক অবনতি ঘটে, কিছুক্ষণ পরে ডাক্তারবাবু তাকে মৃত বলে ঘোষণা করেন। আজ ময়না তদন্ত জন্য বারাসাতে জেলা হাসপাতালে পাঠানো হয়।



















