নিজস্ব সংবাদদাতা,কলকাতা,১১ ই সেপ্টেম্বর :লোন পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা ।বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশের হাতে গ্রেফতার মূল মাথা ।নাম সুব্রত সরকার।নদিয়ার বাসিন্দা।বাজেয়াপ্ত তিনটি মোবাইল, পাঁচটা এটিএম কার্ড।
পুলিশ সূত্রে খবর ,গত বছর ১৪/০৬/২০১৮ তারিখে এয়ারপোর্ট থানা এলাকার বাসিন্দা এক মহিলা সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে ,২৩/৪/১৮ তারিখে তিনি দেখেন বিভিন্ন নিউজ পেপারে বিজ্ঞাপন দেখেন যে “উন্নয়ন সমিতি সিটুয়েটেড রাজারহাট “নামে একটি সংস্থা লোন দিচ্ছে।অভিযোগ করি এই সংস্থার সাথে যোগাযোগ করে এবং মেল এর মাধ্যমে তার সব ডকুমেন্টস দিয়ে দেয়। ব্যবসার কাজের জন্য দের লাখ টাকা লোন দরকার বলে।কিন্তু সেখানে সুব্রত সরকার জানান এই লোন পেতে গেলে আশি হাজার টাকা সিকিউরিটি মানি দিতে হবে।এবং লোন এর সাথে এই আশি হাজার টাকা ফেরত পাবেন।সেই মতো তিনি টাকা দিয়ে দেন।কিন্তু দীর্ঘদিন কেটে গেলে লোনের টাকা না পেয়ে অবশেষে বিধান নগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন।সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সুব্রত সরকারকে গ্রেফতার করে।জিজ্ঞাসাবাদে জানতে পারে শুধু এই মহিলা নয় আরো অনেক মানুষকে এই ভাবে প্রতারণা করেছে অভিযুক্ত।আজ ধৃতদের বিধান নগর কোর্টে তোলা হবে।