লোহা চোরের বোমাবাজির জেরে চাঞ্চল্য কোলিয়ারি চত্বরে

লোহা চোরের বোমাবাজির জেরে চাঞ্চল্য কোলিয়ারি চত্বরে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ২৭শে আগস্ট : অন্ডাল থানার বনবহাল ফাড়ি এলাকার, কুনুষ্টরিয়া এরিয়ার পড়াশিয়া ৬-৭ নাম্বার এনক্লাইনে সোমবার রাত্রে লোহা চোরের বোমাবাজির জেরে চাঞ্চল্য ছড়ালো কোলিয়ারি চত্বরে। ঘটনায় কেউ হতাহত না হলেও নিরাপত্তারক্ষী ও পুলিশ প্রশাসনের সামনেই এই বোমাবাজির ঘটনাটি ঘটেছে বলেই জানা গেছে স্থানীয় এলাকার বাসিন্দাদের কাছে। ঘটনা প্রসঙ্গে জানা গেছে যে সোমবার রাত্রে দুষ্কৃতীরা ৬-৭ নম্বর ইনক্লাইন এর পাশেই কয়লার ডিপো থাকা লোহার যন্ত্রাংশ কাটার সময় সে বিষয়টি স্থানীয় এলাকার নিরাপত্তারক্ষীরা লক্ষ্য করে ইসিএলের নিরাপত্তা আধিকারিক কে জানান দিলে তিনি তড়িঘড়ি বনবহাল ফাঁড়িতে জানালে পুলিশ ও নিরাপত্তা রক্ষী ঘটনাস্থলে পৌছলে দুষ্কৃতীরা বিষয়টি লক্ষ্য করে বোমা ছুড়তে ছুড়তে ঘটনাস্থল ছেড়ে দেয়। এই ঘটনায় ওই কয়লা ডিপোর লোহার দরজা ভেঙে ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনার পরই এলাকায় ব্যাপক পুলিশি তল্লাশি শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় যে বন্ধ করে থাকা এই কোলিয়ারি তে এর আগেও বেশ কয়েক দফায় চোরের উপদ্রব ঘটেছে বেশিরভাগ ক্ষেত্রেই লোহা চোর ও কেবেল চোরেরা খনি কর্মীদের উপস্থিতিতেই চুরি চুরির ঘটনা ঘটিয়েছে এই কোলিয়ারি তে বহু দফায় খনি কর্মীদের মারধরের শিকার হতে হয়েছে দুষ্কৃতীদের হাতে। ফের একবার এই ধরনের চুরির ঘটনা ও বোমাবাজির ঘটনায় এবার ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে ওই এলাকার খনির নিরাপত্তার দায়িত্বে থাকা লোকেরা। মঙ্গলবার এই চুরির ঘটনার প্রেক্ষিতে ও বোমাবাজির ঘটনায় ইসিএলের ওই খুনির নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা আধিকারিক ধনঞ্জয় রায় ও ওই কোলিয়ারির এজেন্ট অন্ডাল থানায় একটি অভিযোগ দায়ের করে। পুলিশ জানিয়েছে ঘটনার অভিযোগের প্রেক্ষিতে দোষীদের খোঁজে তল্লাশি চলছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top