লালগড় এর বুড়িসোল থেকে দুটি ল্যান্ড মাইন ও দুটি ডিটোনেটর উদ্ধার। বুধবার সকালে ঝাড়গ্রাম জেলার লালগড় থানার রামগড় পুলিশ ফাঁড়ির অন্তর্গত বুড়িসোল গ্রামের বাসিন্দা শম্ভু হাঁসদার বাড়ির গোয়াল ঘর থেকে দুটি ল্যান্ডমাইন ও দুটি ডিটোনেটর উদ্ধার করে লালগড় থানার পুলিশ।
বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে গিয়ে বোম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা দুটি ল্যান্ড মাইন নিষ্ক্রিয় করে । ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ জানান গত ৫ ই নভেম্বর লালগড় থানার বুড়ি সোল এলাকা থেকে নিষিদ্ধ মাদক সহ পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।
আর ও পড়ুন গ্রামে চলছে জুয়া এবং মদের আসর, ক্ষুব্ধ এলাকাবাসীরা
ওই পাঁচজনের মধ্যে শম্ভু হাঁসদাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তার গোয়ালঘরে দুটি ল্যান্ডমাইন ও দুটি ডিটোনেটর রয়েছে। বুধবার সকালে লালগড় থানার পুলিশ গিয়ে শম্ভু হাঁসদার গোয়াল ঘরে তল্লাশি অভিযান চালিয়ে দুটি ল্যান্ড মাইন ও দুটি ডি ডিটোনেটর এবং কিছু মাওবাদী নথিপত্র উদ্ধার করেছে।
ঝাড়গাম জেলা পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে ।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে লালগড় থানার বুড়িসোল সহ পার্শ্ববর্তী গ্রামগুলিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, লালগড় এর বুড়িসোল থেকে দুটি ল্যান্ড মাইন ও দুটি ডিটোনেটর উদ্ধার। বুধবার সকালে ঝাড়গ্রাম জেলার লালগড় থানার রামগড় পুলিশ ফাঁড়ির অন্তর্গত বুড়িসোল গ্রামের বাসিন্দা শম্ভু হাঁসদার বাড়ির গোয়াল ঘর থেকে দুটি ল্যান্ডমাইন ও দুটি ডিটোনেটর উদ্ধার করে লালগড় থানার পুলিশ। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থলে গিয়ে বোম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা দুটি ল্যান্ড মাইন নিষ্ক্রিয় করে । ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ জানান গত ৫ ই নভেম্বর লালগড় থানার বুড়ি সোল এলাকা থেকে নিষিদ্ধ মাদক সহ পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।ওই পাঁচজনের মধ্যে শম্ভু হাঁসদাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তার গোয়ালঘরে দুটি ল্যান্ডমাইন ও দুটি ডিটোনেটর রয়েছে।
বুধবার সকালে লালগড় থানার পুলিশ গিয়ে শম্ভু হাঁসদার গোয়াল ঘরে তল্লাশি অভিযান চালিয়ে দুটি ল্যান্ড মাইন ও দুটি ডি ডিটোনেটর এবং কিছু মাওবাদী নথিপত্র উদ্ধার করেছে। ঝাড়গাম জেলা পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে ।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে লালগড় থানার বুড়িসোল সহ পার্শ্ববর্তী গ্রামগুলিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।