ল ইয়ার্স ইউনিয়নের ইসলামপুর কোর্ট ইউনিট এর সম্মেলন ইসলাম পুরে। অল ইন্ডিয়া ল ইয়ার্স ইউনিয়ন ইসলামপুর কোর্ট ইউনিটের দশম সম্মেলন অনুষ্ঠিত হলো শুক্রবার ইসলামপুর টাউন লাইব্রেরীতে। । শহীদ বেদীতে মাল্যদান এবং এক মিনিট নীরবতার মধ্য দিয়ে সম্মেলনের কাজ শুরু হয় ।সংগঠনের জেলা কমিটির সম্পাদক মহম্মদ সামসাদ আলম জানান, তাদের স গঠনের মূল লক্ষ্য – ধর্মনিরপেক্ষতা , ন্যায়, গণতন্ত্র , ও সমাজ তন্ত্র ।
তিনি আরও জানান, প্রতি তিন বছর পর তাদের সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটি গঠণ করা হয় । এদিনের সম্মেলনে সাত জনের একটি নতুন কমিটি গঠন করা হয় ।নতুন কমিটিতে – অনিন্দ বিশ্বাস সভাপতি, শম্ভু প্রসাদ সিংহ ও আনজুম শামীম সহ-সভাপতি মহম্মদ মেহবুব আলম সম্পাদক সনুয়ার আলম ও অর্পণ মহন্ত সহ সম্পাদক এবং সাহানজিক আলম কোষাধক্ষ্য নির্বাচিত হন। জানান সংগঠনের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক মহম্মদ সামসাদ আলম ।
আরও পড়ুন – সতীশ চন্দ্র মেমোরিয়াল হাই স্কুলের পক্ষ থেকে মশা বাহিত রোগের সচেতনতা শিবির
উল্লেখ্য, অল ইন্ডিয়া ল ইয়ার্স ইউনিয়ন ইসলামপুর কোর্ট ইউনিটের দশম সম্মেলন অনুষ্ঠিত হলো শুক্রবার ইসলামপুর টাউন লাইব্রেরীতে। । শহীদ বেদীতে মাল্যদান এবং এক মিনিট নীরবতার মধ্য দিয়ে সম্মেলনের কাজ শুরু হয় ।সংগঠনের জেলা কমিটির সম্পাদক মহম্মদ সামসাদ আলম জানান, তাদের স গঠনের মূল লক্ষ্য – ধর্মনিরপেক্ষতা , ন্যায়, গণতন্ত্র , ও সমাজ তন্ত্র ।
তিনি আরও জানান, প্রতি তিন বছর পর তাদের সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটি গঠণ করা হয় । এদিনের সম্মেলনে সাত জনের একটি নতুন কমিটি গঠন করা হয় ।নতুন কমিটিতে – অনিন্দ বিশ্বাস সভাপতি, শম্ভু প্রসাদ সিংহ ও আনজুম শামীম সহ-সভাপতি মহম্মদ মেহবুব আলম সম্পাদক সনুয়ার আলম ও অর্পণ মহন্ত সহ সম্পাদক এবং সাহানজিক আলম কোষাধক্ষ্য নির্বাচিত হন। জানান সংগঠনের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক মহম্মদ সামসাদ আলম ।