বামফ্রন্টের প্রার্থী তালিকাকে কটাক্ষ করে বললেন শঙ্কর ঘোষ। শিলিগুড়ির যেসব ওয়ার্ডে জিততে পারবেনা সেসব ওয়ার্ডে নতুন মুখ দিয়েছে বামফ্রন্ট, যেখানে জিতবে সেখানে প্রবীনরা। বামফ্রন্টের প্রার্থী তালিকাকে কটাক্ষ করে বললেন শঙ্কর ঘোষ। একদা বামফ্রন্টের একনিষ্ঠ কর্মী বর্তমানে বিজেপির বিধায়ক। নতুনদের জায়গা না দেওয়ার প্রতিবাদ জানিয়ে দল ছেড়ে ছিলেন। আবার সেই প্রবীনদের কে আক্রমন করলেন বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশের পর।
তিনি বলেন, অশোক ভট্টাচার্যের নির্বাচনে লড়ছেন সেই বিষয় নিয়ে তিনি জানান অশোক ভট্টাচার্য ব্যক্তিগত মত, নির্বাচনী প্রক্রিয়ায় তিনি অংশগ্রহণ করবেন তাকে স্বাগত। তবে এর সাথে আরও একটি জিনিস জড়িয়ে রয়েছে বামপন্থীরা 235 থেকে 0 পৌঁছেছে একটাই কারণে, যে ওনারা ভবিষ্যৎ প্রজন্মের ওপর বিশ্বাস করে না। আর ভারতীয় জনতা পার্টি কে বামপন্থীরা দেখলে অবাক হয়ে যাবেন ,যে সারা রাজ্যে এমন বয়সে ছেলেমেয়েদের সভাপতি, নেতৃত্ব ,মন্ত্রিত্ব দিয়েছেন সেখানে বামপন্থী তে থাকলে পার্টির প্রথম ধাপের উত্তীর্ণ করতে পারতেন না।
গত কাল বামপন্থী তালিকার নতুন মুখ এসেছে এই বিষয়ে তিনি জানান.। যে যে ওয়ার্ডের নতুন মুখ নিয়ে আসা হয়েছে সেই সমস্ত ওয়ার্ডে গুলিতে জেতার কোনো সম্ভাবনা নেই। সেই জন্য সেখানে নতুন মুখ দেওয়া হয়েছে। সেখানে যদি জেতার সম্ভাবনা থাকতো তাহলে সেখানে আসি ঊর্ধ্বে মানুষ দাঁড়িয়ে যেত।
আর ও পড়ুন উত্তরবঙ্গে বাড়ানো হলো ট্রেনের সংখ্যা
গতকাল 9 নম্বর ওয়ার্ডের বিজেপির প্রাক্তন কাউন্সিলর খুশবু মিত্তাল ও বিজেপির দার্জিলিং জেলার সহ-সভাপতি ডক্টর বিশ্বজিৎ ঘোষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন, এই বিষয়ে বিধায়ক শংকর ঘোষ বলেন যারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন তারা নাকি বলেছেন উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগদান করেছেন, সংবিধানে বিরোধীপক্ষ বলে কিছু রয়েছে সেখানে শাসক দলকে আয়না দেখানোর কাজ করেন বিরোধী দল।
বিরোধীদল না হলে সরকার একনায়কতন্ত্র পরিণত হয়। সেই কাজ করার জন্য বিরোধীদের থাকা দরকার। বিরোধী থেকে উন্নয়নের স্বার্থে শাসক দলে যোগদানের প্রবণতা দেখা যায় তখন বুঝতে হবে মানুষের সেবা করার বদলে, ব্যক্তি সেভার কথা সামনে আসে। যারা দলবদল করছে তাদের নিজস্ব মত থাকতে হয়, তবে ক্ষমতাশীল দলের যাওয়াটা আমার কাছে মনে হয়েছে সেখানে স্বার্থ লুকিয়ে রয়েছে।