সুন্দরবনের শতাব্দী প্রাচীন গৌড়েশ্বর নদীতে নৌকাবাইচ

সুন্দরবনের শতাব্দী প্রাচীন গৌড়েশ্বর নদীতে নৌকাবাইচ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
শতাব্দী

সুন্দরবনের শতাব্দী প্রাচীন গৌড়েশ্বর নদীতে নৌকাবাইচ। সুন্দরবনে গঙ্গা জলে গঙ্গা পূজো, গৌড়েশ্বর এ নৌকা বাইচ আজও প্রাচীন ঐতিহ্য বহন করে চলেছে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রশিক্ষিত নৌকা বাইচের প্রতিযোগিতা হাজির হয় হাজির হয়।

 

উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লক ১ নম্বর, স্যান্ডেল বিল গ্রামে গৌড়েশ্বর নদীতে প্রায় তিন ঘণ্টা ধরে প্রায় ৫, কিলোমিটার নদীবক্ষে ১৬,দলের নৌকা বাইচ প্রতিযোগিতায় নামেন। আর এই দেখতে সুন্দরবনের দুই প্রান্তের মানুষ নদীর পাড়ে ভিড় জমান। বহু প্রাচীনকাল থেকে এই নৌকা বাইচ হয়ে আসছে।

 

সুন্দরবনের প্রান্তিক মানুষের জীবিকা বলতে নদীতে মাছ ধরে জীবিকা অর্জন করা। তাই সারাবছরই নদীতে নৌকা চালিয়ে সংসার দৈনন্দিন জীবন এর ওপরে নির্ভরশীল হতে হয় ।তাই একদিকে কালীপুজোর উপলক্ষে সব সম্প্রদায়ের মানুষ ভিড় জমান গৌড়েশ্বর নদীবক্ষে, সম্প্রীতির বার্তা দেন প্রথমে গঙ্গা পুজো করে মাঝি মোল্লারা নদীতে নাভেন তারপর এই প্রতিযোগিতা শুরু হয় ।

 

আর ও পড়ুন    ভোপালের সরকারি হাসপাতালের শিশু ওয়ার্ডে ভয়াবহ আগুন! মৃত ৪ শিশু

 

হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়ক দেবেশ মন্ডল ,তৃণমূল নেতা জয়নাল আবেদীন গাজী, ব্লকের সভাপতি আমিরুল ইসলাম সহ প্রশাসনিক আধিকারিকরা। এই নৌকা বাইচের মধ্য দিয়ে এক সম্প্রীতির জলছবি উঠে আসে গৌড়েশ্বর নদীবক্ষে।

 

উল্লেখ্য, সুন্দরবনের শতাব্দী প্রাচীন গৌড়েশ্বর নদীতে নৌকাবাইচ। সুন্দরবনে গঙ্গা জলে গঙ্গা পূজো, গৌড়েশ্বর এ নৌকা বাইচ আজও প্রাচীন ঐতিহ্য বহন করে চলেছে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রশিক্ষিত নৌকা বাইচের প্রতিযোগিতা হাজির হয় হাজির হয়। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লক ১ নম্বর, স্যান্ডেল বিল গ্রামে গৌড়েশ্বর নদীতে প্রায় তিন ঘণ্টা ধরে প্রায় ৫, কিলোমিটার নদীবক্ষে ১৬,দলের নৌকা বাইচ প্রতিযোগিতায় নামেন। আর এই দেখতে সুন্দরবনের দুই প্রান্তের মানুষ নদীর পাড়ে ভিড় জমান।

 

বহু প্রাচীনকাল থেকে এই নৌকা বাইচ হয়ে আসছে। সুন্দরবনের প্রান্তিক মানুষের জীবিকা বলতে নদীতে মাছ ধরে জীবিকা অর্জন করা। তাই সারাবছরই নদীতে নৌকা চালিয়ে সংসার দৈনন্দিন জীবন এর ওপরে নির্ভরশীল হতে হয় ।তাই একদিকে কালীপুজোর উপলক্ষে সব সম্প্রদায়ের মানুষ ভিড় জমান গৌড়েশ্বর নদীবক্ষে, সম্প্রীতির বার্তা দেন প্রথমে গঙ্গা পুজো করে মাঝি মোল্লারা নদীতে নাভেন তারপর এই প্রতিযোগিতা শুরু হয় ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top