২১শে জুন নেতাজি ইন্ডোরে স্টেডিয়ামে নেত্রী নির্দেশ দিয়েছিলেন বুথ ভিত্তিক সংগঠন মজবুত ও ভোটার লিস্ট-এ কাজ সম্পন্ন করার,আমরা নেত্রীর পরামর্শ অনুযায়ী জেলায় সংগঠন মজবুত ও ভোটার লিস্টে নাম তোলার কাজ হাতে নিয়েছে বললেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি সুব্রত সাহা l তিনি বলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ বাসীকে অভিনন্দন জানিয়েছেন পঞ্চায়েতেত্রনমূলকে জেতার জন্য l সুব্রত বাবু শনিবার এক সাংবাদিক সম্মেলনে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে এসে একগুচ্ছ প্রকল্প ঘোষণা করবেন যা জেলা বাসীর কাছে অত্যন্ত আনন্দের সংবাদ বলে তিনি মনে করেন l