শনিবার সাড়ম্বরে পালিত হল ইসলাম ধর্মের বৃহত্তম বাৎসরিক উৎসব। সারা রমজান মাস কঠোর নিষ্ঠার সাথে সিয়াম সাধনার পর এদিন ধর্মীয় কর্তব্য পালন সহ সৌভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হন সারা ইসলাম সম্প্রদায়। বিভিন্ন জায়গার পাশাপাশি এদিন নবাবের দেশ মুর্শিদাবাদেও মহা আড়ম্বরের সাথে পালিত হল ঈদ-উল-ফিতর। শনিবার সকালে জেলার সদর শহর বহরমপুরে জমায়েত হন জেলার বিভিন্ন প্রান্তের মুসলিম ভাইয়েরা। বহরমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ ময়দানে রীতি মেনে শুরু হয় কোরাণ ও নামাজ পাঠ। ধর্মীয় নিয়ম- নিষ্ঠার সাথে পালনের পর একে অপরের সাথে আবদ্ধ হয় সৌভ্রাতৃত্বের আলিঙ্গনে। অবশেষে মিষ্টি মুখের রেওয়াজ সেরে সারা হয় ঈদ-উল-ফিতরের প্রথম পর্ব।