বিহার – বিহারে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ এনডিএ-র শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন বলে জানা গেছে। গান্ধী ময়দানের মূল মঞ্চ ছাড়াও ভিআইপি অতিথিদের জন্য তৈরি করা হয়েছে একাধিক প্যান্ডেল। নিরাপত্তার ব্যবস্থাও কড়াকড়ি করা হয়েছে। বিজেপির এক প্রবীণ নেতা জানিয়েছেন, এই ঐতিহাসিক অনুষ্ঠানে অন্তত তিন লক্ষ মানুষের জমায়েত হতে পারে।
বুধবার বিদায়ী মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশ কুমার রাজ্যপাল আরিফ মহম্মদ খানের কাছে ইস্তফা জমা দেন। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান, আরএলএম প্রধান উপেন্দ্র কুশওয়াহা এবং উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। রাজ্যপাল তাঁর পদত্যাগপত্র গ্রহণ করলেও নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তাঁকে কার্যনির্বাহী মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যেতে অনুরোধ করেন।
বিহার নির্বাচনে এনডিএ-র জয় নিশ্চিত হওয়ার পর নবনির্বাচিত বিধায়কদলের বৈঠকে নীতীশকে নেতা নির্বাচিত করা হয়। বিজেপির তরফে সম্রাট চৌধুরীকে বিধানসভা দলের নেতা এবং বিজয় কুমার সিনহাকে ডেপুটি নেতা করা হয়েছে। প্রক্রিয়াটির কেন্দ্রীয় পর্যবেক্ষক ছিলেন কেশব প্রসাদ মৌর্য, সহ-পর্যবেক্ষক হিসেবে যোগ দেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং সাধ্বী নিরঞ্জন জ্যোতি।
এদিকে নতুন মন্ত্রিসভা গঠনের তৎপরতা সারাদিন ধরে অব্যাহত ছিল। সূত্রের খবর, সম্ভাব্য মন্ত্রিপরিষদে বিজেপি থেকে থাকতে পারেন ১৬ জন এবং জেডিইউ থেকে ১৪ জন মন্ত্রী। বিধানসভার স্পিকার হিসেবে বিজেপির প্রেম কুমারের নাম প্রায় চূড়ান্ত, আর ডেপুটি স্পিকারের পদ যাওয়ার সম্ভাবনা বেশি জেডিইউ-এর কাছে। জেডিইউ-র সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় রয়েছেন বিজেন্দ্র প্রসাদ যাদব, বিজয় কুমার চৌধুরী, শ্ৰোণ কুমার, সুনীল কুমার, লেসি সিং, শীলা মাণ্ডল, মদন সহনি, রত্নেশ সাদা, জয়ন্ত রাজ, মহম্মদ জামা খান, উমেশ সিং কুশওয়াহা এবং অশোক চৌধুরী—সঙ্গে আরও কিছু নতুন মুখও যোগ হতে পারেন।
বিজেপি আগের মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যকেই রাখার পক্ষে। তালিকায় রয়েছে সম্রাট চৌধুরী, প্রেম কুমার, মঙ্গলো পাণ্ডে, বিজয় সিনহা, নীতিশ মিশ্র, রেণু দেবী, জিবেশ কুমার, হরি সাহনি, কেদার প্রসাদ গুপ্ত—এছাড়াও নতুন মুখ হিসেবে উঠে আসছেন প্রাক্তন আইপিএস অনন্দ মিশ্র, রণা রণধীর, গায়ত্রী দেবী ও বিজয় কুমার খেমকা।
ছোট শরিকদের মধ্যেও মন্ত্রিত্ব বণ্টন নিয়ে তৎপরতা চলছে। সূত্র অনুযায়ী, এলজেপি (আরভি) পেতে পারে তিনটি, আর হ্যাম-এস ও আরএলএম পেতে পারে একটি করে মন্ত্রিত্ব। এবার ২০২টি আসন নিয়ে এনডিএ ফের ক্ষমতায় এসেছে—বিজেপি ৮৯, জেডিইউ ৮৫, এলজেপি (আরভি) ১৯, হ্যাম ৫ এবং আরএলএম ৪টি আসন পেয়েছে। ফলে সংখ্যার হিসেবে জোট আরও শক্তিশালী হয়ে উঠেছে, যার কেন্দ্রবিন্দুতেই রয়েছেন নীতীশ কুমার।
২০০০ সাল থেকে এখন পর্যন্ত নীতীশ কুমার মোট নয়বার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। প্রথমবার তাঁর সরকার টিকেছিল মাত্র দেড় সপ্তাহ—সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তাঁকে পদত্যাগ করতে হয়েছিল। বিভিন্ন সময়ে জোট পরিবর্তনের কারণেও তাঁকে একাধিকবার শপথ নিতে হয়েছে। এবার দশমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে তিনি নিজেরই রেকর্ড ভাঙতে চলেছেন।



















