কলকাতা – সল্টলেকের একটি শপিং মলে অভিনব কায়দায় চুরির ঘটনায় ধৃত দুই যুবক। এক যুবকের পরনে পাওয়া গিয়েছে চারটি জিনসের প্যান্ট—একটির উপর আরেকটি পরে চুরি করে পালানোর চেষ্টা করছিলেন তিনি। ধৃতদের নাম রোহিতকুমার রায় ও আনমল যাদব। তাঁদের গ্রেপ্তার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিস।
শনিবার সকাল ১১টা নাগাদ, মলের একজিট গেট দিয়ে বেরোনোর সময় ‘বিপ বিপ’ শব্দে সতর্ক হয় নিরাপত্তা কর্মীরা। হাতে কোনও ব্যাগ না থাকলেও সন্দেহজনক আচরণ দেখে তাঁদের চেক করা হয়। ধরা পড়ে রোহিত। প্যান্ট খুলতেই বেরিয়ে আসে চারটি নতুন জিনস—৩০, ৩২, ৩৪ ও ৩৬ সাইজের। আনমল পালিয়ে গেলেও পরে তাকেও গ্রেপ্তার করা হয়।
পুলিস সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি মলের অডিটে প্রায় ১.৪২ লক্ষ টাকার জিনস চুরির তথ্য উঠে আসে। এরপর থেকেই নিরাপত্তা বাড়ানো হয়েছিল। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিকবার চুরির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে মল কর্তৃপক্ষ। তাঁরা থাকেন শিয়ালদহ এলাকায়, বাড়ি বিহারে।
পূর্বে একই ধরনের চুরির ঘটনায় সল্টলেকের অন্য এক মলে কয়েকজন পড়ুয়াকেও গ্রেপ্তার করা হয়েছিল বলে জানিয়েছে পুলিস।
