রাস্তায় শব সাজিয়ে নামিয়ে রেখে পথ অবরোধ চাকরী প্রার্থীদের। রাস্তায় শব সাজিয়ে নামিয়ে রেখে পথ অবরোধ ২০১৪ র টেট নট ইনক্লুডেড চাকরী প্রার্থীদের। রাস্তায় শব সাজিয়ে নামিয়ে রেখে পথ অবরোধে সামিল হলেন টেটের নট ইনক্লুডেড চাকরী প্রার্থীরা। আজ দুপুরে বাঁকুড়ার তামলীবাঁধ মোড়ে পথ অবরোধের পাশাপাশি নিজেদের অভিভাবকদের সঙ্গে নিয়ে বিক্ষোভে সামিল হয় চাকরী প্রার্থীরা।
সারা রাজ্যে ২০১৪ সালে টেট উত্তীর্ণ নট ইনক্লুডেড চাকরী প্রার্থীদের চলতি বছর নিয়োগপত্র দেওয়ার প্রতিশ্রুতি দেয় রাজ্য সরকার। কিন্তু এখনো পর্যন্ত সারা রাজ্যে সাড়ে সাত হাজার নট ইনক্লুডেড চাকরী প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হয়নি বলে অভিযোগ। নট ইনক্লুডেড চাকরী প্রার্থীদের দাবি রাজ্য সরকার তাঁদের নিয়োগপত্র দেওয়ার ক্ষেত্রে টালবাহানা করছে।
এই পরিস্থিতিতে অবিলম্বে নট ইনক্লুডেড চাকরী প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার দাবিতে আজ বাঁকুড়ার তামলীবাঁধ মোড়ে রাস্তায় ও জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে শবদেহ সাজিয়ে নামিয়ে রেখে বিক্ষোভ ও অবরোধে সামিল হয়। দ্রুত নিয়োগপত্র না মিললে আগামীদিনে কলকাতার রাজপথে গন আত্মহত্যার হুমকী দিয়েছে আন্দোলনকারীরা।
আর ও পড়ুন কলেজে দীর্ঘদিন অনুপস্থিত অধ্যক্ষ, অধ্যক্ষের কলেজে যোগদানের দাবিতে কর্মবিরতি
উল্লেখ্য,রাস্তায় শব সাজিয়ে নামিয়ে রেখে পথ অবরোধ চাকরী প্রার্থীদের। রাস্তায় শব সাজিয়ে নামিয়ে রেখে পথ অবরোধ ২০১৪ র টেট নট ইনক্লুডেড চাকরী প্রার্থীদের। রাস্তায় শব সাজিয়ে নামিয়ে রেখে পথ অবরোধে সামিল হলেন টেটের নট ইনক্লুডেড চাকরী প্রার্থীরা। আজ দুপুরে বাঁকুড়ার তামলীবাঁধ মোড়ে পথ অবরোধের পাশাপাশি নিজেদের অভিভাবকদের সঙ্গে নিয়ে বিক্ষোভে সামিল হয় চাকরী প্রার্থীরা।সারা রাজ্যে ২০১৪ সালে টেট উত্তীর্ণ নট ইনক্লুডেড চাকরী প্রার্থীদের চলতি বছর নিয়োগপত্র দেওয়ার প্রতিশ্রুতি দেয় রাজ্য সরকার।
কিন্তু এখনো পর্যন্ত সারা রাজ্যে সাড়ে সাত হাজার নট ইনক্লুডেড চাকরী প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হয়নি বলে অভিযোগ। নট ইনক্লুডেড চাকরী প্রার্থীদের দাবি রাজ্য সরকার তাঁদের নিয়োগপত্র দেওয়ার ক্ষেত্রে টালবাহানা করছে। এই পরিস্থিতিতে অবিলম্বে নট ইনক্লুডেড চাকরী প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার দাবিতে আজ বাঁকুড়ার তামলীবাঁধ মোড়ে রাস্তায় ও জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে শবদেহ সাজিয়ে নামিয়ে রেখে বিক্ষোভ ও অবরোধে সামিল হয়। দ্রুত নিয়োগপত্র না মিললে আগামীদিনে কলকাতার রাজপথে গন আত্মহত্যার হুমকী দিয়েছে আন্দোলনকারীরা।