শরণার্থী পরিবারের ছাত্রদের শিক্ষার আলো পৌঁছে দিতে তৈরি স্কুল

শরণার্থী পরিবারের ছাত্রদের শিক্ষার আলো পৌঁছে দিতে তৈরি স্কুল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

শরণার্থী পরিবারের ছাত্রদের শিক্ষার আলো পৌঁছে দিতে তৈরি স্কুল , বাংলাদেশ সীমান্ত লাগোয়া অবিভক্ত পশ্চিম দিনাজপুর তথা বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলা খাদিমপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৫১সালে। দেশভাগের যন্ত্রণা নিয়ে হাজার হাজার শরণার্থী যখন বালুরঘাট শহর এ আশ্রয় নিয়েছিল ঠিক সেই সময় এই সমস্ত শরণার্থী পরিবারের ছাত্রদের শিক্ষার আলো পৌঁছে দিতে তৈরি হয় এই স্কুল। তারপর থেকে আত্রাই নদীর বুক দিয়ে বয়ে গেছে অনেক জল।আজ ছোট থেকে মহীরুহে পরিণত হয়েছে। ফুল থেকে বেরিয়েছে অনেক গণ্যমান্য ব্যক্তি।

 

স্কুল তাদের ছাত্র দের কখনোই ভোলেনি তারই আবার প্রমাণ পাওয়া আজ বুধবার দুপুরে। স্কুলের এক দুঃস্থ প্রাক্তন ছাত্র সীতানাথ মজুমদার JAM পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইআইটি ভোপালে উচ্চশিক্ষার জন্য সুযোগ পেয়েছে। কিন্তু তার উচ্চশিক্ষার ক্ষেত্রেঅন্তরায় হয়ে দাঁড়িয়েছে তার আর্থিক অসঙ্গতি। তাই এই দুঃস্থ ছাত্রটির সাহায্যে এগিয়ে এলো খাদিমপুর উচ্চ বিদ্যালয়। ছাত্র প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তার হাতে 50 হাজার টাকারএকটি চেক তুলে দেওয়া হল।এই টাকা দিয়ে ওই ছাত্র তার প্রথম সেমিস্টারের বরাদ্দ সম্পন্ন করতে পারবে। বিভিন্ন সময় দেখা যায় প্রাক্তন ছাত্ররা প্রতিষ্ঠিত হয়ে স্কুলের সাহায্য করতে এগিয়ে আসে তুমি ছাত্র ওক্কে প্রতিষ্ঠা করতে স্কুলের এই ধরনের পদক্ষেপ বালুরঘাট তথা বাংলাতে নজির গরেছে।

আরও পড়ুন – তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় জারি লাল সংকেত

উল্লেখ্য, বাংলাদেশ সীমান্ত লাগোয়া অবিভক্ত পশ্চিম দিনাজপুর তথা বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলা খাদিমপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৫১সালে। দেশভাগের যন্ত্রণা নিয়ে হাজার হাজার শরণার্থী যখন বালুরঘাট শহর এ আশ্রয় নিয়েছিল ঠিক সেই সময় এই সমস্ত শরণার্থী পরিবারের ছাত্রদের শিক্ষার আলো পৌঁছে দিতে তৈরি হয় এই স্কুল। তারপর থেকে আত্রাই নদীর বুক দিয়ে বয়ে গেছে অনেক জল।আজ ছোট থেকে মহীরুহে পরিণত হয়েছে। ফুল থেকে বেরিয়েছে অনেক গণ্যমান্য ব্যক্তি। স্কুল তাদের ছাত্র দের কখনোই ভোলেনি তারই আবার প্রমাণ পাওয়া আজ বুধবার দুপুরে।

 

স্কুলের এক দুঃস্থ প্রাক্তন ছাত্র সীতানাথ মজুমদার JAM পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইআইটি ভোপালে উচ্চশিক্ষার জন্য সুযোগ পেয়েছে। কিন্তু তার উচ্চশিক্ষার ক্ষেত্রেঅন্তরায় হয়ে দাঁড়িয়েছে তার আর্থিক অসঙ্গতি। তাই এই দুঃস্থ ছাত্রটির সাহায্যে এগিয়ে এলো খাদিমপুর উচ্চ বিদ্যালয়। ছাত্র প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তার হাতে 50 হাজার টাকারএকটি চেক তুলে দেওয়া হল।এই টাকা দিয়ে ওই ছাত্র তার প্রথম সেমিস্টারের বরাদ্দ সম্পন্ন করতে পারবে। বিভিন্ন সময় দেখা যায় প্রাক্তন ছাত্ররা প্রতিষ্ঠিত হয়ে স্কুলের সাহায্য করতে এগিয়ে আসে তুমি ছাত্র ওক্কে প্রতিষ্ঠা করতে স্কুলের এই ধরনের পদক্ষেপ বালুরঘাট তথা বাংলাতে নজির গরেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top