রাজ্য – দুর্যোগ থেকে রেহাই মিলছে না রাজ্যে। শরতের মাঝামাঝি সময়েও বর্ষার মেঘের আনাগোনা অব্যাহত। সকালে ঝলমলে রোদের দেখা মিললেও, দুপুর গড়াতেই বাড়ছে মেঘের ঘনঘটা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত একটানা বৃষ্টি হতে পারে বাংলা জুড়ে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও দক্ষিণবঙ্গের কোনো জেলায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও, দুপুরের পর আকাশ আরও মেঘলা হয়ে উঠবে। আজ কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একই সঙ্গে শহরে জারি রয়েছে হলুদ সর্তকতা।
হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বর্তমানে দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে এবং ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। মৌসুমী অক্ষরেখা বাংলার ওপর থেকে সরে গিয়ে ঝাড়খণ্ড ও ওড়িশার উপর দিয়ে বিস্তৃত হয়েছে। আগামী দু’দিনে এই নিম্নচাপটি আরও সুস্পষ্ট আকার নিতে পারে। যার প্রভাবে ওড়িশা সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। যদিও দক্ষিণবঙ্গের কোনো জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবুও একটানা বৃষ্টি চলতে পারে।
বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সব জেলায় আজ হলুদ সর্তকতা জারি রয়েছে। এছাড়াও দমকা হাওয়া বইতে পারে, যার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে।
আগামীকাল শুক্রবার বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শনিবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এদিন দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বেশি। আজ দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং এই চার জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। শনিবার আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও, বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
