নিউজ ডেস্ক, ৮ জুন ২০২১: আমাদের শরীরে এমন অনেক রোগ আছে যেগুলো প্রথমেই ধরা পড়ে গেলে চিকিৎসা করা অনেক সহজ হয়ে ওঠে। কিন্তু সেইসব রোগী যদি প্রথমেই ধরা না পড়ে তাহলে শরীরে বাসা বেঁধে থাকে ওই রোগগুলো, যা পরে চিকিৎসার অভাবে বা অনেক পরে চিকিৎসা করার কারণে মৃত্যুও ডেকে আনতে পারে। আজকের বিষয় আপনার মস্তিষ্কে টিউমার বাসা বেঁধেছে কিনা তা বুঝবেন কি করে। এক নজরে জেনে নিন কি কি লক্ষণ গুলি দেখা দিলে বোঝা যাবে হয়তো আপনার মস্তিষ্কে টিউমার বাসা বেধেছে।
১) মস্তিষ্কে টিউমারের মূল লক্ষণগুলি হল- মাথা ব্যাথা, ব্যক্তিত্বের পরিবর্তন, শরীরের যে কোনও অংশে দুর্বলতা বা অসাড় হয়ে যাওয়া, কথা বলার ক্ষেত্রে অসুবিধা হওয়া, ভারসাম্য হ্রাস ও অসুস্থ বোধ হওয়া। তবে অনেকসময় এই লক্ষণগুলি দেখা নাও দিতে পারে। মস্তিষ্কে টিউমার সাধারণত দুধরনের। বিনাইন টিউমার, এটি শরীরে ক্রমশ বৃদ্ধি হলেও তেমন কোনও সমস্যা দেখা দেয় না। স্বাভাবিক কোষ যেভাবে বিভাজিত হয়, এই টিউমারের ক্ষেত্রে তাই-ই হয়। ধীর গতিতে বৃদ্ধি হলেও শরীরে দ্রুত ছড়িয়ে পড়ে না। অন্যটি হল, ম্যালিগন্যান্ট টিউমার, যা ক্যান্সার নামে বেশি পরিচিত। যে কোনও বয়েসেই পুরুষ-মহিলার ব্রেন টিউমারে আক্রান্ত হতে পারে। সাধারণত, ৪৫ বছরের বেশি বয়সি ব্যক্তিদের এই ধরণের টিউমারে উপসর্গ দেখা দেয়। শিশুদের ক্ষেত্রে ৬ থেকে ৯ বছর বয়সিদের মধ্যে এই টিউমারের কারণে মৃত্যুর আশঙ্কা থাকে।

২) চিকিত্সার কারণে রেডিয়েশন থেরাপি নিয়েছেন এমন রোগী বা ব্ক্তির মধ্যে ব্রেইন টিউমার হওয়ার ঝুঁকি বেশি থাকে।
৩) অতিরিক্ত ধূমপান, রাসায়নিক ও কীটনাশকের সংস্পর্শে থাকলে মস্তিষ্কে টিউমার হওয়ার ঝুঁকি বেশি থাকে।
উপরিক্ত লক্ষণ গুলি দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ থাকুন। ভালো থাকুন।



















