মালদার মঙ্গলবাড়ী শরৎচন্দ্র মিনি মার্কেট নতুনভাবে তৈরি করার উদ্যোগ। পুরাতন মালদা পুরসভার মঙ্গলবাড়ী শরৎচন্দ্র মিনি মার্কেট নতুনভাবে তৈরি করার উদ্যোগ নেওয়ায় হাসি ফুটেছে ব্যবসায়ীদের মধ্যে। ইতিমধ্যে ওই মার্কেটের কয়েকশো ব্যবসায়ীকে পুরাতন মালদা শহরের দুটি জায়গায় বিকল্পভাবে ব্যবসা করার ক্ষেত্রে উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট পুরসভা কর্তৃপক্ষ।
বুধবার সকালে সেই জায়গা পরিদর্শন করেন ইংরেজবাজার পুরসভার প্রশাসক মন্ডলী কর্তৃপক্ষ এবং মঙ্গলবাড়ী শরৎচন্দ্র মিনি মার্কেট ব্যবসায়ী সদস্যরা। পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট মার্কেটের ব্যবসায়ীরা।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, মান্ধাতা আমলের তৈরি শরৎচন্দ্র মিনি মার্কেটটি ড্যামেজ হিসেবে ঘোষণা করা হয়েছিল। রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে কয়েকশো ব্যবসায়ী ওই মার্কেটে বেচা কেনার কাজ চালিয়ে যাচ্ছিছিলেন। এমনকি এই মার্কেটটি নতুনভাবে তৈরি করার ক্ষেত্রে ব্যবসায়ীরা পুরসভা এবং প্রশাসন কর্তৃপক্ষকে আবেদন জানিয়েছিলেন।
এক্ষেত্রে ওই মার্কেটের ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছিল মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স। তারপরেই বিভিন্ন দিক খতিয়ে দেখে শরৎচন্দ্র মিনি মার্কেট নতুনভাবে তৈরি করার উদ্যোগ নিয়েছে পুরাতন মালদা পুরসভা কর্তৃপক্ষ।
আর ও পড়ুন ভিন রাজ্যে রপ্তানি হচ্ছে মালদার নবাবগঞ্জের বেগুন
মঙ্গলবাড়ী শরৎচন্দ্র মিনি মার্কেটের কোষাধ্যক্ষ জীবন সাহা জানিয়েছেন, পুরো সভা এবং প্রশাসন কর্তৃপক্ষ দীর্ঘদিন পর এই মার্কেটটি সংস্কার এবং নতুন করে তৈরি করার উদ্যোগ নিয়েছে। মার্কেটটি তৈরি হতে বেশ কিছু সময় লাগবে। তার জন্য এদিন পুরসভা কর্তৃপক্ষ আমাদের দুটি বিকল্প জায়গা দেখিয়েছে। যেখানে আপাতত অস্থায়ীভাবে বেচাকেনা কাজ চালানো যেতে পারে ।
এব্যাপারে সংশ্লিষ্ট মার্কেটের ব্যবসায়ী সদস্যদের সঙ্গে আলোচনা করে যে কোন একটি জায়গা আপাতত বেচাকেনা করার জন্য বেছে নেওয়া হবে। তবে পুরসভার পক্ষ থেকে নতুন মার্কেট তৈরি করা ক্ষেত্রে যে উদ্যোগ নিয়েছে, তাকে আমরা সাধুবাদ জানাচ্ছি।
মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু জানিয়েছেন, পুরসভা এবং প্রশাসনের এটা খুব ভাল উদ্যোগ। শরৎচন্দ্র মিনি মার্কেট বেহাল অবস্থায় হয়ছিল। সেখানেই ঝুঁকি নিয়ে কয়েকশো ব্যবসায়ী ব্যবসা করছিলেন । আপাতত এই সমস্যার সমাধান হতে চলেছে। সেখানেই নতুন মার্কেট গড়ে তোলা হবে।
পুরাতন মালদা পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন বশিষ্ট্য ত্রিবেদী জানিয়েছেন, শরৎচন্দ্র মিনি মার্কেট নতুনভাবে গড়ে তোলার ক্ষেত্রে ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে। তাদেরকে আপাতত দুটি জায়গা দেখানো হয়েছে । সেখানে কয়েক মাস অস্থায়ীভাবে বেচাকেনা করবেন তাঁরা। তারপর এই মার্কেট তৈরি হলে পুরসভার নিয়ম মেনেই দোকান বন্টন করা হবে।