শহরের প্রাণকেন্দ্রের শোরুম থেকে চুরি ৪০-৪৫ লক্ষ টাকার সরঞ্জাম

শহরের প্রাণকেন্দ্রের শোরুম থেকে চুরি ৪০-৪৫ লক্ষ টাকার সরঞ্জাম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

 

নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ২০ নভেম্বর, ফের সিউড়ি শহরে নিরাপত্তা নিয়ে উঠলো প্রশ্ন। ভোররাতে দুঃসাহসিক হানায় চুরি গেল একটি শোরুমের আনুমানিক ৪০ লক্ষ টাকার মোবাইল ও অন্যান্য সরঞ্জাম। ঘটনায় চাঞ্চল্য সিউড়ি শহরে। ঘটনার তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ।

ঘটনাটি ঘটেছে বুধবার ভোররাতে বীরভূমের সদর শহর সিউড়ির প্রাণকেন্দ্রে অবস্থিত জেলা সংশোধনাগারের সামনে থাকা ইলেক্ট্রোভিশন নামে একটি শোরুম থেকে। দোকানের মূল শাটার ভেঙে ভোর ৫টা নাগাদ এই দুঃসাহসিক চুরির কান্ড ঘটায় চোরেরা। ওই শোরুমে রয়েছে ইলেকট্রনিক সরঞ্জাম, ব্র্যান্ডেড মোবাইল, ক্যামেরা ইত্যাদি। শোরুমে থাকা স্যামসাং এবং ভিভো কোম্পানির মোবাইল লুট করা হয় বলে আপাতত জানা গিয়েছে। সকালে শোরুম খুলতে ঘটনা চক্ষুগোচর হয় শোরুমের কর্মীদের।

শোরুমের কর্তৃপক্ষ জানাই, “আমরা সিসিটিভিতে যা দেখতে পাচ্ছি তাতে ভোর ৪:৫৯ মিনিটে একজন শাটার ভেঙ্গে দোকানে ঢুকে। তারপর টর্চ জ্বালিয়ে বেছে বেছে মোবাইলগুলি নিয়ে চলে যায়। আর অন্যান্য সমস্ত স্টক মিলিয়ে বুঝতে পারবো আরও কি কি চুরি গেছে। ভিতরে আসা ব্যাক্তির মুখ ঢাকা ছিল। আনুমানিক যা বুঝতে পারছি তাতে প্রায় ৪০-৫০ লক্ষ টাকার মোবাইল চুরি গেছে।”

শোরুম কর্তৃপক্ষের অভিযোগ, “মূল রাস্তার সামনে রয়েছে আমাদের দোকান। সামনেই রয়েছে জেলা সংশোধনাগার। তাছাড়াও সিসিটিভি ও সিকিউরিটি গার্ড থাকা সত্ত্বেও কিভাবে এমন দুঃসাহসিক হানা পড়লো তাই প্রশ্নের!”

প্রসঙ্গত, এই শোরুমটি সিউড়ির প্রাণকেন্দ্র দিয়ে চলে যাওয়া নেতাজি সুভাষ রোডের ঠিক পাশেই অবস্থিত। দিনের আলোয় হাজার হাজার মানুষের যাতায়াতের পাশাপাশি রাতেও অজস্র মানুষেরা যাতায়াত করেন। এমন একটি জায়গায় শোরুমে চুরি হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন শহরবাসীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top