নিজস্ব সংবাদদাতা,কলকাতা,৬ই সেপ্টেম্বর :শহরে ফের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু তরুণীর । নারায়নপুর থানা এলাকার পার্থ নগরীর বাসিন্দা তরুণী মামনি দাসের বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে আজ সকালে মৃত্যু হয়। বিধাননগর পৌরনিগমের ৪ নম্বর ওয়ার্ডের ঘটনা। বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু।
জানা গিয়েছে রবিবার তাকে নারায়ণপুরে অবস্থিত মাতৃ সদন হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে তার রক্তের পরীক্ষায় ডেঙ্গির নমুনা ধরা পড়ে। এরপর মঙ্গলবার তাকে চিনার পার্কের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। মঙ্গলবার রাতেই বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার ক্রমাগত অবনতি হতে শুরু করে। বৃহস্পতিবার তার ডায়ালাইসিস করা হয় এবং ভেন্টিলেশন দেওয়া হয়। রাত থেকে তার অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হতে শুরু করে। শুক্রবার সকালে ওই হাসপাতালে তার মৃত্যু হয়। এ বিষয়ে বিধান নগরের উপমহানাগরিক তাপস চট্টোপাধ্যায় বলেন, “আমরা খবর পাওয়ার পর থেকেই তার পাশে দাঁড়িয়ে ছিলাম। ডেঙ্গু এখন বড়োসড় ব্যাধির আকার ধারণ করেছে। আমরা সকলে মিলে এই সমস্যার পাশে দাঁড়াতে চাই। মানুষকে আরো সচেতন হতে হবে। ডেঙ্গু মোকাবিলা করার সমস্ত রকম ব্যবস্থা আমরা করছি।