রাজ্য – কলকাতায় গত কয়েকদিন ধরে রাতের তাপমাত্রা ১৮ ডিগ্রির নিচে নেমে গিয়ে শীতের আমেজ স্পষ্ট হয়েছিল। কিন্তু শুক্রবার থেকে শহরের পারদ আবার ঊর্ধ্বমুখী। শুধু কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও রাতের তাপমাত্রা বেড়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে।
বুধ ও বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তা বেড়ে দাঁড়ায় ১৭.৬ ডিগ্রিতে। শনিবার থেকে পারদ আরও চড়তে শুরু করেছে। হাওয়া অফিসের মতে, সোমবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা ও শুষ্ক হাওয়ার সঙ্গে উত্তরের হাওয়ার প্রবাহে সামান্য পরিবর্তন হয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে আসতে শুরু করেছে পূবালী হাওয়ার স্রোত, যা দক্ষিণবঙ্গ ও ওড়িশার তাপমাত্রা বাড়াচ্ছে।
যদিও তাপমাত্রা বাড়ছে, তবুও কলকাতার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা এখনও স্বাভাবিকের তুলনায় প্রায় আড়াই ডিগ্রি কম। তাই অস্বস্তিকর গরমের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের পশ্চিম জেলাগুলিতে শীতের দাপট বজায় রয়েছে—পুরুলিয়া, শ্রীনিকেতন, বাঁকুড়া—সব জায়গাতেই পারদ ১৪ ডিগ্রির নিচে। উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়ার ইঙ্গিত মিলেছে। দার্জিলিংয়ের তাপমাত্রা এখন ৭.৬ ডিগ্রি। সকাল থেকেই আকাশ পরিষ্কার, দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার।



















