কলকাতা – শহরকে আরও পরিচ্ছন্ন রাখতে বড় সিদ্ধান্ত নিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। নির্দেশ অনুযায়ী, সকাল সাতটা থেকে ন’টা পর্যন্ত শহরের কোনও পার্কিং জোনে গাড়ি রাখা যাবে না। এমনকি ব্যক্তিগত গাড়ি, বাস কিংবা গুমটি থেকে রাখা যানবাহনও এই সময় সরিয়ে রাখতে হবে। শুক্রবার পুর কমিশনার সুমিত গুপ্তাকে এই নির্দেশে বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা জানান মেয়র। পাশাপাশি মাসের পর মাস রাস্তায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা গাড়ি সরাতে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
‘টক টু মেয়র’ অনুষ্ঠানে হালতু কায়স্থপাড়ার এক বাসিন্দা অভিযোগ করেন, তাঁর বাড়ির সামনে থাকা অনুমতিহীন পার্কিং জোনে প্রতিদিন আবর্জনা ফেলা হচ্ছে। দুই গাড়ির মাঝখানে জমে থাকা জঞ্জাল সাফাই করতে পারছেন না সাফাই কর্মীরা। এতে আশপাশে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে। অভিযোগ শুনেই মেয়র স্পষ্ট নির্দেশ দেন যে, রাস্তা পরিষ্কারে কোনও বাধা চলবে না। সাফাই কর্মীরা শহর জুড়ে দিনরাত কাজ করলেও পার্কিং-এর জেরে কাজ ব্যাহত হলে পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব নয়। তাই সকাল দু’ঘণ্টা রাস্তার ধারে কোনও গাড়ি রাখা সম্পূর্ণ নিষিদ্ধ হবে।
পুরসভা সূত্রে জানা গেছে, যেসব রাস্তায় রাতে বাস বা মিনিবাস রাখা হয়, সেগুলিও সকাল সাতটার আগেই সরাতে হবে। ধর্মতলার বেসরকারি বাস গুমটি থেকেও গাড়িগুলি এই নির্দিষ্ট সময়ের জন্য রাস্তা খালি রাখতে হবে। জঞ্জাল সাফাই বিভাগের এক কর্তার বক্তব্য, দিনের পর দিন রাস্তায় ময়লা পড়ে থাকলে গালিপিট আটকে যায়, বর্ষায় জল নামার পথ বন্ধ হয়ে যায়। তাই মেয়রের এই নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মেয়রের কথায়, অনেক নাগরিকের গাড়ি থাকলেও বাড়িতে রাখার জায়গা থাকে না। তা-ও সমস্যা নয়, কিন্তু শহরের স্বার্থেই সকাল ন’টা পর্যন্ত গাড়ি রাস্তার পাশ থেকে সরিয়ে রাখতে হবে। তিনি আরও জানান, বহু মালিকহীন গাড়ি দিনের পর দিন রাস্তায় পড়ে থাকে। পুলিশ অনেক সময় আইনগত কারণে সেগুলি সরাতে পারে না। অথচ ধাপায় নির্দিষ্ট জায়গায় এইসব যানবাহন রাখার ব্যবস্থা রয়েছে। সেখানে রাখলে রাস্তাও ফাঁকা থাকে এবং যান চলাচলেও সুবিধা হয়।
শহর পরিচ্ছন্নতার বার্তা ছড়াতে এদিন একটি স্বল্পদৈর্ঘ্য মিউজিক ভিডিও প্রকাশ করেন মেয়র। নাগরিকদের ডাস্টবিনে ময়লা ফেলার আহ্বান জানানো হয়েছে সেই ভিডিওয়। কলকাতার বিভিন্ন প্রান্তে ভিডিওটি দেখানো হবে বলে জানিয়েছেন তিনি।




















